Views Bangladesh Logo

প্রবীণ সাংবাদিক তবিবুল ইসলাম আর নেই

 VB  Desk

ভিবি ডেস্ক

বার্ধক্যজনিত কারণে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক চিফ রিপোর্টার তবিবুল ইসলাম মারা গেছেন। মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে উত্তরার নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

জ্যেষ্ঠ সাংবাদিক আমিনুল ইসলাম বেদু এ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, উত্তরার ৫ নম্বর সেক্টর মসজিদে সাংবাদিক তবিবুল ইসলামের জানাজা শেষে রাত ১১টায় তাকে উত্তরার ১৪ নম্বর সেক্টর কবরস্থানে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জাতীয় সংবাদমাধ্যম ‘বাংলাদেশ সংবাদ সংস্থা’য় (বাসস) দীর্ঘদিন কাজ করেছেন সাংবাদিক তবিবুল ইসলাম। তিনি জাতীয় সংবাদ সংস্থায় কাজ করার পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রেস উইংয়ের সঙ্গে যুক্ত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ