Views Bangladesh

Views Bangladesh Logo

আইনী প্রক্রিয়ায় ট্রাইব্যুনালে সাংবাদিকদের বিচার হবে: আসিফ নজরুল

 VB  Desk

ভিবি ডেস্ক

মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪

ইনের যথাযথ প্রক্রিয়া মেনে এবং চুলচেরা বিশ্লেষণ করে ট্রাইব্যুনালে সাংবাদিকদের বিচার হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কার কাজ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

বৈষম‌্য বিরোধী আন্দোলনে কয়েকজন সাংবাদিকের ভূমিকা নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা পড়েছে। সে সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, ‘সাংবাদিকদের যে বিচার হবে সেটা অবশ্যই সুবিচার হবে।’

আসিফ নজরুল বলেন, ‘ফ্যাসিস্ট সরকার কী নির্মমভাবে ছাত্র-জনতার ওপর গুলি চালিয়েছিল। দিনে দিনে আমরা মৃতদের নতুন সংখ্যা পাচ্ছি, সংবাদ পাচ্ছি। হাজার হাজার মানুষের অঙ্গহানি ঘটেছে। গুরুতর আহত হয়েছেন। চিরদিনের জন্য বিকলাঙ্গ হয়েছেন। বাংলাদেশ কেন, এই উপমহাদেশের ইতিহাসে এত বড় গণহত্যার নজির কোথাও নেই। পৃথিবীতেও এটা খুবই বিরল বলা চলে। সেই অপরাধের বিচার যেখানে হবে সেটা পরিদর্শন করেছি।’

তিনি বলেন, ‘পূর্ত উপদেষ্টার সক্রিয় ভূমিকার কারণে অতি দ্রুত সংস্কারকাজ সম্পন্ন করছি। আমরা আশিা করছি ১ নভেম্বরের মধ্যে সংস্কারকৃত ভবনে ঐতিহাসিক বিচারকাজ শুরু করতে পারবো।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ