Views Bangladesh Logo

কুষ্টিয়ায় ছুরিকাঘাতে জাসদ ছাত্রলীগ নেতা নিহত

 VB  Desk

ভিবি ডেস্ক

কুষ্টিয়ার ভেড়ামারায় নাফিস আহমেদ তুষার (২৮) নামের এক জাসদ ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৫ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত তুষার মোকারিমপুর ইউনিয়ন জাসদ ছাত্রলীগের সহ-সম্পাদকের দায়িত্বে ছিলেন। তিনি রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র।

নিহতের পিতা রবিউল ইসলাম রবি একই ইউনিয়ন জাসদের সাংগঠনিক সম্পাদক। তিনি জানান, ১৭ রমজানে ছুটিতে ঢাকা থেকে বাড়ি এসেছিলেন তুষার।

প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানা যায়, গতকাল সন্ধ্যা ৭টার দিকে গোলাপনগর বাজারে দুর্বৃত্তরা তুষারকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। এরপর স্থানীয়রা উদ্ধার করে তাকে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

দায়িত্বরত চিকিৎসক রেজাউল করিম বলেন, তুষারের দুই পায়ের রগ কেটে দেয়া হয়েছিল। পিঠে একাধিকবার ছুরিকাঘাত করা হয়েছিল। তাকে তখনই রাজশাহী মেডিকেল কলেজে স্থানান্তরের পরামর্শ দেয়া হয়। হাসপাতালে নেয়ার পথে পাবনার ঈশ্বরদীতে তার মৃত্যু ঘটে।

এ বিষয়ে কুষ্টিয়া জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায় জানান, নির্বাচনের পর এ নিয়ে দুজন জাসদ নেতাকে হত্যা করা হয়েছে। জাসদ এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানাচ্ছে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, হত্যাকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ