Views Bangladesh Logo

মাদককাণ্ডে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

তুন বছরের উদযাপনে মাদক সেবন ও মজুত রাখার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চার শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমের প্রাথমিক তদন্তের ভিত্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শৃঙ্খলা বিধিমালা ২০১৮ অনুযায়ী এ সিদ্ধান্ত নেয়া হয়।

বুধবার রাতে জাবির জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন।

ঘটনার তদন্তে শহীদ সালাম-বারকত হলের প্রভোস্টের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল ও সুপারিশ দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী হ্রই মুইং স্যাং মারমা ও একই বিভাগের কৃষন চন্দ্র বর্মণ, তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৫১তম ব্যাচের শিক্ষার্থী শিপন রহমান এবং একই বিভাগের সতীর্থ বিশ্বাস (বাঁধন)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৩১ ডিসেম্বর দিবাগত রাত একটার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পূর্ব দিকে দুই দফায় বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত ৪ জনসহ মোট ৯ জন মাদক (অ্যালকোহল) পানরত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের হাতে ধরা পড়েন। অন্য পাঁচজন হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনজন, বেসরকারি উত্তরা ইউনিভার্সিটির একজন এবং প্রাইম নার্সিং কলেজের একজন শিক্ষার্থী।


অভিযুক্ত শিক্ষার্থীদের মাদকদ্রব্যসহ (অ্যালকোহল) আটক করে প্রক্টর কার্যালয়ে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষার্থীদের কাছে মাদকদ্রব্য পাওয়ায় তাদের ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য শৃঙ্খলাসংক্রান্ত অধ্যাদেশ, ২০১৮’ অনুযায়ী সাময়িক বহিষ্কার করা হয়েছে।

জাবি প্রশাসন জানিয়েছে, বহিরাগতদের শিক্ষা প্রতিষ্ঠানকে বিষয়টি জানিয়ে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হবে।বিশ্ববিদ্যালয় প্রশাসন পুনরায় দৃঢ়ভাবে জানিয়েছে, ক্যাম্পাসে শৃঙ্খলা রক্ষা এবং মাদকমুক্ত পরিবেশ বজায় রাখতে তারা অঙ্গীকারবদ্ধ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ