ধর্ষণের শিকার জুলাই আন্দোলনের শহীদকন্যার 'আত্মহত্যা'
পটুয়াখালীর দুমকিতে দলবদ্ধ ধর্ষণের শিকার জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনে শহীদের কন্যা আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকার আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জাকারিয়া বলেন, 'মেয়েটি ঢাকার বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে রাত ১২টার দিকে আমাদের জানানো হয়েছে।'
মেয়েটি ঢাকার আদাবর থানা এলাকার শেখেরটেকে পরিবারের সঙ্গে থাকছিল।
পরিবারের সদস্যরা জানান, মেয়েটি মানসিকভাবে ভেঙে পড়েছিল এবং এই অপরাধের বিচার হবে কিনা তা নিয়েও তার মনের মধ্যে শঙ্কা ছিল।
পটুয়াখালীর দুমকিতে বাবার কবর জিয়ারত করতে যাওয়ার সময় মার্চ মাসে ধর্ষণের শিকার হন কিশোরীটি।
জানা যায়, বাবার কবর জিয়ারত করার পর নানা বাড়ি যাওয়ার সময় দুমকি থানা এলাকায় জনতা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র শাকিব মুন্সি (১৯) এবং দশম শ্রেণির এক ছাত্র (১৭) মেয়েটির পিছু নেয়। এক সময় হঠাৎ মুখ চেপে ধরে তাকে রাস্তার পাশের একটি বাগানে নিয়ে ধর্ষণ করে তারা।
ধর্ষণের ঘটনার ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ারও হুমকি দেয় তারা।
এই ঘটনায় ২০ মার্চ দুজনকে আসামি করে মামলা করেন কিশোরী।ওইদিন রাতেই প্রধান আসামি শাকিবকে এবং পরের দিন আরেক আসামিকেও গ্রেপ্তার করে পুলিশ।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে