শনিবারের আকাশে দেখা যাবে জুপিটারস অপজিশন
আকাশ পর্যবেক্ষকরা শনিবার একটি বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষি হতে চলেছেন।শনিবার (৭ ডিসেম্বর) পৃথিবী, সূর্য ও বৃহস্পতি একই সরলরেখায় অবস্থান করবে। এদিন বৃহস্পতি পুরো রাতজুড়ে আকাশে দৃশ্যমান থাকবে। এই অবস্থানকে ‘জুপিটারের বিপরীতমুখী (জুপিটারস অপজিশন)’ বলা হয়।
শুক্রবার ভোর ৫টার দিকে বৃহস্পতি গ্রহ পৃথিবীর সবচেয়ে কাছে ছিল, ৬১১ মিলিয়ন কিলোমিটার দূরত্বে ছিল এর অবস্থান।
শনিবার বৃহস্পতি হবে সূর্য, চাঁদ এবং শুক্র গ্রহের পরে আকাশের চতুর্থ উজ্জ্বল বস্তু। প্রায় সারারাতই এটি দৃশ্যমান উজ্জ্বল তারার মতো আকাশে থাকবে (শুক্র সন্ধ্যার আকাশে অস্ত যাওয়ার পর)।
বৃহস্পতিকে পর্যবেক্ষণ করার সর্বোত্তম সময় মধ্যরাতের কাছাকাছি যখন এটি আকাশের সর্বোচ্চ বিন্দুতে পৌঁছাবে। পরিষ্কার আকাশে বৃহস্পতির জটিল ক্লাউড ব্যান্ড এবং এর চারটি বৃহত্তম চাঁদ - আইও, ইউরোপা, গ্যানিমিড এবং ক্যালিস্টো দেখা যেতে পারে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে