Views Bangladesh Logo

বিআইএসি’র নতুন সিইও কে এ এম মাজেদুর রহমান

 VB  Desk

ভিবি ডেস্ক

বা ংলাদেশ আন্তর্জাতিক আরবিট্রেশন সেন্টারের (বিআইএসি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে যোগ দিয়েছেন অভিজ্ঞ ব্যাংকার ও পুঁজিবাজার পেশাদার কে  এ  এম মাজেদুর রহমান।

চার দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ, মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং অস্ট্রেলিয়ায় কৌশলগত ব্যবসায়িক রূপান্তর, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, ঝুঁকি ব্যবস্থাপনা, শাসন এবং স্টেকহোল্ডার সম্পর্কের ক্ষেত্রে কাজ করেছেন ১৯৮১ সালে ব্যাংকিংয়ে কর্মজীবন শুরু করা মাজেদুর রহমান।

বর্তমানে মালদ্বীপ ইসলামিক ব্যাংকে স্বাধীন পরিচালক এবং চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তিনি।

এছাড়াও তিনি ফাইন্যান্সিয়াল এক্সেলেন্স লিমিটেডের (ফিনএক্সেল) স্পন্সর ডিরেক্টর এবং অলাভজনক নলেজ শেয়ারিং প্লাটফর্ম ভ্যালর অব বাংলাদেশ লিমিটেডের ভাইস চেয়ারম্যান।

বুধবার (১৫ জানুয়ারি) বিআইএসিতে যোগদানের আগে দেশের প্রাচীনতম সংগঠন এ কে খান অ্যান্ড কোম্পানি লিমিটেডের গ্রুপ সিইও ছিলেন মাজেদুর রহমান।

রহমান ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, ব্যাংক আল-ফালাহ লিমিটেডের কান্ট্রি হেড, এবি ব্যাংক লিমিটেডের প্রধান ঝুঁকি কর্মকর্তা ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশে আইপিডিসি ফাইন্যান্সের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ