Views Bangladesh

Views Bangladesh Logo

তামিলনাড়ুর গ্রামে কমলার জন্য প্রার্থনা

 VB  Desk

ভিবি ডেস্ক

মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে লড়ছেন দেশটির বর্তমান ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাটি প্রার্থী কমলা হ্যারিস। কমলার মায়ের আদি নিবাস যুক্তরাষ্ট্র থেকে ১৪ হাজার কিলোমিটার দূরে দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে।

সেখানে হ্যারিসের মায়ের গ্রাম থুলাসেন্দ্রপুরমে তার চলছে পূজার্চনা-প্রার্থনা। মন্দিরে পুজো দিচ্ছেন গ্রামবাসীরা, প্রসাদ বিতরণ হচ্ছে। প্রার্থনা একটাই- ঘরের মেয়ে যেন জিতে।

এই গ্রামে একশ বছরেরও বেশি সময় আগে জন্ম নিয়েছিলেন হ্যারিসের নানা পিভি গোপালান। চেন্নাই থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরের এই অখ্যাত গ্রামই এখন খবরের শিরোনামে।

তবে, পিভিগোপালান পরে থুলাসেন্দ্রাপুরাম ছেড়ে চলে গিয়েছিলেন চেন্নাই। সেখান থেকে ভারতীয় কূটনৈতিক হিসাবে যান জাম্বিয়ায়।

কমলার মা শ্যামলা গোপালনেরও তেমন কোনো যোগসূত্র নেই এই গ্রামের সঙ্গে। আর সেভাবে দেশে ফেরেনি গোপালন পরিবার। কিন্তু থুলাসেন্দ্রপুরমের বাসিন্দারা মনে করে কমলা হ্যারিস তাদের ঘরের মেয়েই।

মঙ্গলবার সকালে মন্দিরে হ্যারিসের জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। তিনি জিতলে বিশেষ উৎসব উদযাপনেরও ব্যবস্থা করা হয়েছে।

২০২০ সালে কমলা জো বাইডেনের ভাইস-প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হওয়ার পর গ্রামের বাসিন্দারা উচ্ছ্বাসিত হয়েছিলেন। একইভাবে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে হ্যারিস নির্বাচনে লড়াই করাতেও আনন্দিত গ্রামবাসীরা।

হ্যারিসের পোস্টার, ব্যানারে ছেয়ে গেছে গ্রামের রাস্তা-ঘাট। মন্দিরে চলছে পূজার্চনা। হ্যারিস একবার জানিয়েছিলেন তিনি দক্ষিণ ভারতীয় খাবার খেতে পছন্দ করেন। তাই তার পছন্দের রান্নাও খাওয়াচ্ছেন গ্রামবাসীরা।

হ্যারিস জিতলে তিনিই হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট। আর তখন ইতিহাসের পাতায় উঠবে ভারতের এই অখ্যাত গ্রামের নাম। সেই আশাতেই বুক বাঁধছেন থুলাসেন্দ্রপুরমের বাসিন্দারা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ