কমলাপুর স্টেশনে ঈদে ঘরমুখো যাত্রীদের ভিড়
ঈদুল ফিতর উপলক্ষে সোমবার থেকে বিশেষ ব্যবস্থায় ট্রেন পরিচালনা করছে বাংলাদেশ রেলওয়ে। এই বিশেষ ব্যবস্থার প্রথম দিনেই ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে অন্যান্য দিনের তুলনায় যাত্রীদের ভিড় অনেকটাই বেড়েছে।
সোমবার (২৪ মার্চ) কমলাপুর রেলস্টেশন এলাকা ঘুরে দেখা যায়, প্রতিটি প্ল্যাটফর্মে সারিবদ্ধভাবে ট্রেন রাখা হয়েছে। প্রতিটি প্ল্যাটফর্মেই যাত্রীদের প্রচণ্ড ভিড় লক্ষ্য করা যায়। তবে প্ল্যাটফর্মে বিনা টিকিটের যাত্রীর সংখ্যা তুলনামূলক কম থাকায় টিকিটধারীরা কিছুটা স্বস্তিতে রয়েছেন।
জামালপুর এক্সপ্রেস ট্রেন করে তারাকান্দি যাচ্ছে জাহাঙ্গীর আলমের পরিবার। তিনি জানান, ‘আরও তিন-চার দিন পর ট্রেনে প্রচণ্ড ভিড় হবে। তাই পরিবারকে আগেভাগেই পাঠিয়ে দিচ্ছি। আমি শেষ মুহূর্তে কোনোভাবে চলে যাব। তবে পরিবারের সবাই যেন স্বস্তিতে যেতে পারে, সেই ব্যবস্থা করেছি।’
অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের যাত্রী শায়লা আহসান বলেন, ‘ঢাকায় পড়াশোনা শেষ করে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। প্রতি ঈদেই বাড়ি যাই, এবারও যাচ্ছি। শেষের দিকে ভিড় বেড়ে যায়। তাই আগেভাগেই যাচ্ছি।’
এ ব্যাপারে ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন জানান, সকাল থেকে সাড়ে ১১টা পর্যন্ত ১৬টি আন্তঃনগর ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে। আজ সারাদিনে মোট ৪৩টি আন্তঃনগর ট্রেন এবং ২৫টি মেইল ও কমিউটার ট্রেন ঢাকা থেকে ছেড়ে যাবে।
তিনি আরও বলেন, ‘আজ স্টেশনে অন্যান্য দিনের তুলনায় যাত্রীদের সংখ্যা অনেক বেশি। তাদের নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে