Views Bangladesh

Views Bangladesh Logo

কেইনের চার গোলে জাগ্রেবকে ৯-২ ব্যবধানে হারাল বায়ার্ন

 VB  Desk

ভিবি ডেস্ক

বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪

-০ ব্যবধানে পিছিয়ে থেকেও সর্বোচ্চ গোলের রেকর্ড গড়ে মাঠ ছাড়ল বায়ার্ন মিউনিখ। মঙ্গলবার রাতে জার্মানির আলিয়ান্স আরেনা স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার ক্লাব দিনামো জাগরেবকে ৯-২ ব্যবধানে হারায় দলটি। এর ফলে এবার চ্যাম্পিয়ন্স লিগেও দারুণ সূচনা করল তারা।

এই ম্যাচে একাই চার গোল করেন ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইন। এছাড়া দুটি গোল করেন ক্রিস্টাল প্যালেস থেকে এই গ্রীষ্মে বায়ার্নে যোগ দেওয়া কেইনের জাতীয় দলের সতীর্থ মাইকেল অলিস। বাকি তিনটি গোল করেন রাফায়েল গেররেইরো, লেরয় জানে ও লেয়ন গোরেটস্কা।

অনদিকে জাগরেবের হয়ে দুটি গোল করেন ক্রোয়াট ফরোয়ার্ড ব্রুনো পেতকোভিচ ও জাপানের ডিফেন্ডার তাকুইয়া ওগিওয়ারা।

বিশাল ব্যবধানের এই জয়ে প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ৯ গোল করার অনন্য কীর্তি গড়ল বায়ার্ন। এ ছাড়াও টুর্নামেন্টের ইতিহাসে এক ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ গোলও হয়েছে এই ম্যাচে।

এর আগে ২০১৬ সালের ২২ নভেম্বর চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়ে বরুশিয়া ডর্টমুন্ড। পোলিশ ক্লাব লেগিয়া ওয়ারশকে ৮-৪ ব্যবধানে হারানো তাদের ওই ম্যাচটিই এখন পর্যন্ত সর্বোচ্চ গোলের ম্যাচ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ