Views Bangladesh Logo

সাইফের সাহসিকতার গল্প শোনালেন কারিনা

 VB  Desk

ভিবি ডেস্ক

সাইফ আলী ও কারিনা কাপুর খান সম্প্রতি তাদের বান্দ্রার অ্যাপার্টমেন্টে বৃহস্পতিবার ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার বিবরণ দিয়েছেন পুলিশের কাছে।

বান্দ্রা পুলিশের কাছে দেয়া এক বিবৃতিতে কারিনা জানান, আক্রমণকারী ছিল ‘অত্যন্ত আক্রমণাত্মক’ এবং সাইফ তাকে ও তার পরিবারকে রক্ষার চেষ্টা করার সময় একাধিকবার ছুরিকাঘাতের শিকার হন। তবে, আক্রমণকারী কোনো মূল্যবান সামগ্রী চুরি করেননি।

কারিনা জানান, তাদের ছোট ছেলে জাহাঙ্গীর আলী খানের শয়নকক্ষে প্রথম আক্রমণকারীকে দেখতে পাওয়া যায়। এক গৃহকর্মী চিৎকার করলে সাইফ এগিয়ে যান।

কারিনার মতে, সাইফের দ্রুত পদক্ষেপের জন্য পরিবারের নারীরা নিরাপদ ছিলেন এবং আক্রমণকারী জাহাঙ্গীর পর্যন্ত পৌঁছাতে পারেননি। এ সময় আক্রমণকারীর সঙ্গে সংঘর্ষে সাইফ ছয়টি ছুরিকাঘাতের শিকার হন।

ঘটনার সময় কারিনা, তার সন্তানরা এবং গৃহকর্মীরা ১২ তলায় নিরাপদে আশ্রয় নেন। খান পরিবার ‘সাতগুরু শরণ বিল্ডিং’-এর ১১ ও ১২ তলায় থাকে।

কারিনা আরও জানান, ঘটনার সময় ঘরে থাকা গহনাগুলো স্পষ্টভাবে দৃশ্যমান থাকলেও আক্রমণকারী সেগুলো স্পর্শ করেননি।

আক্রমণের পর সাইফকে লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রথমে জানানো হয়েছিল, সাইফের বড় ছেলে ইব্রাহিম তাকে হাসপাতালে নিয়ে গেছেন। পরে জানা যায়, তার সাত বছরের ছেলে তৈমুর এবং একজন গৃহকর্মী তাকে অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে যান।

সাইফের চিকিৎসক ডা. নীরজ উত্তমানি জানান, সাইফ হাসপাতালে আসেন ‘সিংহের মতো’, যদিও তিনি রক্তাক্ত ও প্রচণ্ড যন্ত্রণায় ছিলেন।

এই মর্মান্তিক ঘটনায় কারিনা মানসিকভাবে ভেঙে পড়েছেন। তিনি জানান, তার বোন করিশমা কাপুর তাকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে সান্ত্বনা দেন। ইনস্টাগ্রামে কারিনা দিনটিকে ‘অত্যন্ত কঠিন’ বলে উল্লেখ করেন এবং তাদের পরিবারের গোপনীয়তা রক্ষার অনুরোধ জানান।

পুলিশ এখনো আক্রমণকারীর উদ্দেশ্য নির্ধারণ করতে পারেনি। এদিকে এই ঘটনা মুম্বাইয়ের অভিজাত বাসস্থানগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ