এফবিআইয়ের নতুন পরিচালক ক্যাশ প্যাটেল
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই এর নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেলেন ভারতীয় বংশোদ্ভূত ক্যাশ প্যাটেল। যদিও তিনি দীর্ঘদিন ধরে এই সংস্থাটির সমালোচনা করে আসছেন।
বৃহস্পতিবার সেনেটে ৫১-৪৯ ভোটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত প্রার্থী প্যাটেলকে অনুমোদন দেয়া হয়। তার বিপক্ষে ভোট দেন দুই রিপাবলিকান সিনেটর মেইনের সুসান কলিন্স ও আলাস্কার লিসা মারকোভস্কি।
সিনেটের অনুমোদন পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ৪৪ বছর বয়সী প্যাটেল (সাবেক টুইটার) পোসে-এ লিখেন, “আমি এফবিআই-এর নবম পরিচালক হিসেবে মনোনীত হতে পেরে সম্মানিত বোধ করছি।”
তিনি আরও বলেন, “আমার লক্ষ্য স্পষ্ট, ভালো পুলিশদের তাদের দায়িত্ব পালনের সুযোগ দেয়া এবং এফবিআইয়ের প্রতি জনগণের আস্থা পুনরুদ্ধার করা।”
ক্যাশ প্যাটেল বলেন, “আমরা এমন একটি এফবিআই পুনর্গঠন করব, যাতে আমেরিকান জনগণ গর্বিত হতে পারে।”
এদিকে এফবিআইয়ের পরিচালক হিসেবে কাশ প্যাটেলকে ভালোভাবে নেননি ডেমোক্র্যাটরা। তারা সতর্ক করে বলেছেন, প্যাটেল ট্রাম্পের শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে পারেন। যদিও তিনি রাজনৈতিক প্রতিহিংসার কোনো পরিকল্পনা থাকার কথা অস্বীকার করেছেন।
কারণ এ পদে মনোনীত হওয়ার আগে ট্রাম্পবিরোধী অপরাধীদের তালিকার বিষয়টি অস্বীকার করেন এবং অতীতে করা বিতর্কিত মন্তব্যকেও গুরুত্বহীন বলে উল্লেখ করেন প্যাটেল, যেখানে তিনি ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত করা আইনপ্রয়োগকারী কর্মকর্তাদের "অপরাধী গ্যাংস্টার" বলে আখ্যায়িত করেছিলেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে