টাইটানিকের সেই পিয়ানো বাদকের দেখা পেয়ে উচ্ছ্বসিত কেট উইন্সলেট
টাইটানিক ছবির সেই অপরূপ দৃশ্যগুলোর কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। একদল পিয়ানো বাদক জাহাজে ডেকে দাঁড়িয়ে পিয়ানো বাজায়। এমন কি জাহাজটি যখন ডুবে যেতে নেয় তখনো তারা পিয়নো বাজাতে থাকে। পিয়ানো বাদকদের নেতৃত্বে থাকা শিল্পীর নাম জোনাথন ইভান।
টাইটানিক ছবির নায়িকা কেট উইন্সলেট বেশ কিছু ছবি প্রযোজনা করেছেন। এর আগে অনেক ছবিতে তিনি এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে কাজ করলেও গত সেপ্টেম্বরে মুক্তিপ্রাপ্ত ‘লি’ ছবিটি পুরোটা তিনি একাই প্রযোজনা করছেন। তাই আগাগোড়া সব সময়ই ছবিটির সাথে থাকতে হয়েছে। সেই ছবির একটি ঘটনা তিনি সম্প্রতি উল্লেখ করেছেন।
ছবির সংগীতধারণ করতে গিয়ে অর্কেস্ট্র দলের একজনের দিকে চোখ আটকে গিয়েছিল কেটের। ১২০জন অর্কেস্ট্রা শিল্পীর মধ্যে দাঁড়িয়ে থাকা ওই বিশেষ মানুষটিকে তিনি আলাদা করে চিনতে পারেন। চিনতে পারলেও ঠিক মনে করতে পারেন না মানুষটি কে! লোকটির দিকে তাকিয়ে কেট শুধু ফিসফিস করেন, ‘মনে হয় মানুষটি চেনা! কোথায় যেন দেখেছি এই মুখ!’
অর্কেস্ট্রা দলের আরেকজন শিল্পী তখন বলে উঠেন, এ তো সে!
কেট চিৎকার করে উঠেন, হ্যাঁ, এ তো সে! আহা, কত ভালো লাগল বহুদিন পর দেখা হয়ে!
পরে কেট ব্যাখ্যা করেছেন, এমন কতজনের সাথে দেখা হয়েছে টাইটানিকে কাজ করতে গিয়ে! কত সুন্দর মুহূর্ত গেছে আমাদের। তারপর অনেকের সাথে আর কখনো দেখা হয়নি। সত্যিই তার সাথে দেখা হয়ে কী ভালো লাগল, এই অনুভূতি ব্যাখ্যা করা কঠিন।
জেমস ক্যামেরুন পরিচালিত টাইটানিক ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৯৭ সালে। মুক্তির পর সারা পৃথিবীতে ছবিটি ঝড় তুলেছিল। ১৯১২ সালে আটলান্টিকের অতলান্তে ডুবে যাওয়া সেই স্বপ্নতরী যেন আবার ভেসে উঠেছিল দুনিয়ার মানুষের সামনে। জ্যাক আর রোজের প্রেম মানুষের মনে গেঁথে যায় চিরন্তন এক ভালোবাসার গল্পের মতো। টাইটানিকের সাথে সাথে জ্যাকের সলিল সমাধি দর্শকদের কাঁদিয়েছিল। আর মিষ্টি কেট উইন্সলেট প্রেমের দেবীর মতো হাজারো তরুণের হৃগয়ে গাথা হয়ে যায় চিরকালের জন্য।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে