Views Bangladesh Logo

চলতি মাসেই চালু হবে মেট্রোরেলের ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন

ন্ধ থাকা মেট্রোরেলের ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন চলতি মাসে (সেপ্টেম্বর) চালু হবে বলে আশা করা হচ্ছে। তবে কবে চালু হবে তা এখনো চূড়ান্ত হয়নি।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, সমস্যা সমাধানের জন্য ইতিমধ্যে একটি কারিগরি দল নিয়োগ করা হয়েছে। আমরা এই মাসের মধ্যে দুটি বন্ধ স্টেশন পুনরায় চালু করার জন্য যথাসাধ্য চেষ্টা করছি। তবে এই মুহূর্তে তারিখ নির্দিষ্ট করে বলতে পারছি না।

তিনি বলেন, মেরামত কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করতে কারিগরি দল এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে আগামী ১৮ সেপ্টেম্বর আমাদের বৈঠক আছে। বৈঠকের পর তারিখ জানাতে পারবো বলে আশা করি।

তিনি আরও বলেন, দুটি স্টেশনের মধ্যে কাজীপাড়া স্টেশনটি আগে খোলার সম্ভাবনা রয়েছে কারণ সেখানে ক্ষয়ক্ষতি কম হয়েছে। বিদেশ থেকে যন্ত্রপাতি সংগ্রহের জন্য মিরপুর-১০ স্টেশনটি খুলতে একটু দেরি হতে পারে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ