Views Bangladesh Logo

জিগাতলার ১১ তলা কেয়ারি ক্রিসেন্ট টাওয়ার সিলগালা

 VB  Desk

ভিবি ডেস্ক

জিগাতলা সাতমসজিদ রোডের কেয়ারি ক্রিসেন্ট টাওয়ার ১১ তলা ভবনটি সিলগালা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

অপরিসর মাত্র একটি সিঁড়ি এবং অগ্নি-নির্বাপণের কোনো ব্যবস্থা না থাকায় এই সিলগালা করা হয়। একইসঙ্গে ফায়ার সার্ভিস থেকে ভবনটি ব্যবহার না করতে নোটিশ টানিয়ে দেওয়া হয়।

এই ভবনে ১২টির বেশি রেস্তোরাঁ রয়েছে।

সিলগালার বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম বলেন, 'অগ্নি-নির্বাপণ ব্যবস্থা না থাকার কারণে আমরা সিলগালা করে দিয়েছি। আমরা তিনজনকে আটক করেছি। তাদের কোম্পানিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।'

ভবন ঝুকিপূর্ণ হয়ে গেলে– আগে থেকে নোটিশ দেওয়ার বিষয় থাকে না বলেও মন্তব্য করেন তিনি।

আরও আগে কেন ব্যবস্থা নেওয়া হয়নি– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'দক্ষিণ সিটি বড় জায়গা, আমরা অনেক কাজ করি। সবদিকে খেয়াল রাখা সম্ভব হয় না।'

তিনি আরো বলেন, আমাদের কাছে অভিযোগ করলে আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেই। যারা হোল্ডিং ট্যাক্স নেন, ভবন ঝুকিপূর্ণ কিনা– সেটি তাদের দেখার বিষয় না। দেখার বিষয় হচ্ছে ফায়ার সার্ভিসের।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ