পদত্যাগ করতে যাচ্ছেন কেজরিওয়াল; চাইবেন আগাম নির্বাচন
কয়েকদিনের মধ্যে পদত্যাগ করতে যাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। পদ ছাড়ার পর চাইবেন বিধানসভার আগাম নির্বাচনও। কেননা, জনগণের দেওয়া 'সততার সনদ' নিয়েই আবারও মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে চান ভারতের প্রভাবশালী এই বিরোধী দলীয় রাজনীতিবিদ।
রবিবার কেজরিওয়াল বলেন, লোকেরা 'সততার প্রশংসাপত্র' না দেওয়া পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রীর চেয়ারে না বসতে প্রতিশ্রুতিবদ্ধ। তাই কয়েকদিন পরেই পদত্যাগ করে দিল্লি বিধানসভার আগাম নির্বাচনের দাবি জানাবেন।
আবগারি নীতি দুর্নীতি মামলায় ছয়মাস কারাবন্দি থাকার পর শুক্রবার সুপ্রিম কোর্টের জামিনে মুক্ত হয়েছেন কেজরিওয়াল। জেল থেকে বের হয়ে অগ্নিপরীক্ষা দিতে প্রস্তুত জানিয়ে আম আদমি পার্টি প্রধান বলেন, 'লোকেরা সততার প্রশংসাপত্র দেওয়ার পরই আমি মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেবো।'
মনীশ সিসােদিয়াকে রানিং মেট করবেন জানিয়ে জেলে যাওয়ার আগে নয়াদিল্লিতে কেজরিওয়াল দলের কর্মীদের বলেছিলেন, 'আমি তখনই মুখ্যমন্ত্রী হব, মণীশ উপ মুখ্যমন্ত্রী হবেন যখন লোকেরা বলবে আমরা সৎ'।
শাসকদল বিজেপি তাকে দুর্নীতিবাজ প্রমাণের চেষ্টা করছে বলেও অভিযোগ কেজরিওয়ালের। তিনি দাবি করেন, সরকার মানুষকে ভালো স্কুল এবং বিনামূল্যে বিদ্যুৎ দিতে পারে না। কারণ তারা দুর্নীতিগ্রস্ত। "আমরা সৎ," তিনি জোর দিয়ে বলেছিলেন।
আবগারি নীতির মামলায় বিচার দীর্ঘকাল চলবে বলে জানিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী বলেছিলেন, তিনি জনগণকে জিজ্ঞাসা করতে চান যে, 'তিনি সৎ নাকি দোষী'।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে