খনি দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি
বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি দিয়েছেন আদালত।
বুধবার (২৭ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মো. আবু তাহের তাদের মামলার দায় হতে অব্যাহতি দেন।
অব্যাহতি পাওয়া অন্য দুজন হলেন- সাবেক বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী ও সাবেক স্বাস্থ্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির ঠিকাদার নিয়োগে অনিয়ম এবং ১৫৮ কোটি ৭১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি মামলাটি করা হয়। বাদী ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) তৎকালীন সহকারী পরিচালক মো. সামছুল আলম। মামলায় খালেদা জিয়া ও তার মন্ত্রিসভার সদস্যসহ ১৩ জনকে আসামি করা হয়।
আসামিদের মধ্যে জামায়াত নেতা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসি কার্যকর হয়েছে। আরেক আসামি ব্যারিস্টার আমিনুল হক ২০১৯ সালের ২১ এপ্রিল মারা যান।
এই মামলার আসামি বিএনপি নেতা ও সাবেক কৃষিমন্ত্রী এম কে আনোয়ার ২০১৭ সালের ২৪ অক্টোবর, সাবেক তথ্যমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম শামসুল ইসলাম ২০১৮ সালের ২৬ এপ্রিল এবং সাবেক জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী এ কে এম মোশারফ হোসেন ২০২০ সালের ১৭ অক্টোবর মারা যান।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে