Views Bangladesh Logo

আবারও হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

 VB  Desk

ভিবি ডেস্ক

বারও হাসপাতালে ভর্তি করানো হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। সোমবার (৮ জুলাই) ভোরে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়ার পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে কেবিনে করানো হয়।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি সংবাদমাধ্যমকে বলেন, ভোরে হঠাৎ করে ম্যাডামের শারীরিক অসুস্থতা বেড়ে যাওয়ায় তাকে হাসপাতালে নেয়া হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে কেবিনে ভর্তি করানো হয়েছে।

সম্প্রতি ২১ জুন মধ্যরাতে খালেদা জিয়ার শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করানো হয়। ১০ দিনের চিকিৎসা শেষে গত ২ জুলাই তাকে বাসায় নিয়ে আসা হয়। এর আগে ২৩ জুন খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। তার আগে গত বছরের ২৭ অক্টোবর খালেদা জিয়ার রক্তনালিতে অস্ত্রোপচার করেন বিদেশি তিন চিকিৎসক।

এমতাবস্থায় বিএনপির পক্ষ থেকে জানানো হয়, ৭৯ বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিস, আর্থারাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ