চিকিৎসকদের পরামর্শে সম্পূর্ণ বিশ্রামে খালেদা
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া লন্ডনে চার মাস চিকিৎসা শেষে দেশে ফিরে চিকিৎসকের পরামর্শে সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন। চিকিৎসকরা নিয়মিত তার স্বাস্থ্যের খোঁজ রাখছেন।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বার্তা সংস্থা বাসসকে বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ম্যাডামের স্বাস্থ্যের বিষয়ে চিকিৎসকরা নিয়মিত খোঁজখবর নিচ্ছেন। তিনি ভালো আছেন।
তিনি আরও বলেন, 'ম্যাডাম দীর্ঘ সময় ভ্রমণ করেছেন। তার শারীরিক অবস্থা বিবেচনায় মেডিকেল বোর্ড সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছে। সে অনুযায়ী তিনি এখন বিশ্রামে আছেন।
জানা গেছে, চিকিৎসকরা পালাক্রমে খালেদা জিয়ার বাসায় গিয়ে তার স্বাস্থ্য পরীক্ষা করছেন।
তিনি লন্ডনের দ্য লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন। বিএনপি চেয়ারপারসন মেডিকেল বোর্ডের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছেন।
শায়রুল কবির খান বলেন, গত দুই দিনে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ আত্মীয় ছাড়া কেউ ম্যাডামকে দেখতে যাননি। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দময় সময় কাটাচ্ছেন।
সূত্র জানায়, লন্ডনের চিকিৎসকরা তাকে বসে না থেকে কিছুটা হাঁটার পরামর্শ দিয়েছেন। বোর্ড সদস্যরা বাসায় নিয়মিত ফলোআপ করছেন। তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন সার্বিক চিকিৎসা সমন্বয় করছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাসায় রান্না করা খাবারই তাকে দেয়া হচ্ছে।
এর আগে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চার মাসের চিকিৎসা শেষে ৬ মে যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন। বিমানবন্দর থেকে সরাসরি গুলশানের বাসভবনে যান তিনি। এ সময় তার দুই পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান তার সঙ্গে ছিলেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে