Views Bangladesh Logo

‘ওয়ান-স্টপ সার্ভিসের’ অধীনে চলবে খালেদা জিয়ার চিকিৎসা

 VB  Desk

ভিবি ডেস্ক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা লন্ডন ক্লিনিকে ‘ওয়ান-স্টপ সার্ভিস’-এর অধীনে চলবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন।

মঙ্গলবার তিনি হাসপাতালের সামনে সাংবাদিকদের বলেন, ‘ম্যাডামের সর্বশেষ রিপোর্ট অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বাধীন মেডিকেল বোর্ড পর্যালোচনা করেছে এবং পরবর্তীতে আরও কিছু পরীক্ষা করানোর সিদ্ধান্ত নিয়েছে।’

ডা. জাহিদ জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স হাসপাতালের বোর্ডের সদস্যরা অনলাইনে একটি মিটিংয়ে অংশগ্রহণ করেন। তারপর তারা ‘ওয়ান-স্টপ সার্ভিস’-এর অধীনে চিকিৎসা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।

তিনি বলেন, ‘লন্ডনের আরও দুজন চিকিৎসক আগামী কয়েক দিনের মধ্যে তার শারীরিক অবস্থা পরীক্ষা করবেন।’

মেডিকেল বোর্ডে কিছু অতিরিক্ত সদস্য যোগ দিয়ে আগামী দুই-তিন দিনের মধ্যে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট পাওয়ার পর আবার একটি বৈঠক করবে এবং পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত নেবে।

ডা. জাহিদ বলেন, ‘বেগম জিয়ার পরিবার তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।’

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। গত ৮ জানুয়ারি তিনি লন্ডন ক্লিনিকে ভর্তি হন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ