Views Bangladesh Logo

সিলেট টেস্ট

খালেদ-নাহিদের বোলিং তোপে ২৮০ রানে অলআউট শ্রীলঙ্কা

 VB  Desk

ভিবি ডেস্ক

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ শুক্রবার থেকে শুরু হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে। টস জিতে লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম দিনেই গুটিয়ে গেছে সফরকারীরা। তাদের খালেদ আহমেদ ও অভিষিক্ত নাহিদ রানার দারুণ বোলিংয়ে লঙ্কানদের ইনিংস শেষ হয়েছে ২৮০ রানে।

খালেদের বোলিং তোপে মাত্র ৫৭ রানেই ৫ উইকেট হারায় শ্রীলঙ্কা। এর মধ্যে তিনটিই শিকার খালেদের। এরপর দলের হাল ধরেন অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দো মেন্ডিস। দুজনে গড়েন ২০২ রানের জুটি। বড় জুটির পর ফের ধস নামে লঙ্কানদের ইনিংসে। ধনঞ্জয়া ও কামিন্দো দুজনই খেলেন ১০২ রানের ইনিংস।

শেষ পর্যন্ত লঙ্কানদের ইনিংস শেষ হয় ২৮০ রানে। খালেদ আহমেদ ও নাহিদ রানা দুজনই শিকার করেছেন তিনটি করে উইকেট। এছাড়া শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম পেয়েছেন একটি করে উইকেট।

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান, জাকির হাসান, মমিনুল হক, শাহাদাত হোসেন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

শ্রীলঙ্কা একাদশ : ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), দিমুথ করুনারত্নে, নিশান ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুজ, দিনেশ চান্ডিমাল, কামিন্দু মেন্ডিস, প্রবাথ জয়সুরিয়া, বিশ্ব ফার্নান্দো, কাসুন রাজিথা, লাহিরু কুমারা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ