ফের ৫৯৫ টাকায় গরুর মাংস বিক্রি করবেন খলিল
সাশ্রয়ী মূল্যে গরুর মাংস বিক্রি করে আসছিলেন খলিলুর রহমান। কিন্তু ১০ রোজা (বৃহস্পতিবার) না যেতেই প্রতি কেজি মাংসের দাম ১০০ টাকা বাড়ান এই মাংস ব্যবসায়ী। তবে সেখান থেকে সরে এসে আগামী ৩১ মার্চ পর্যন্ত পূর্বের দামে অর্থাৎ ৫৯৫ টাকায় গরুর মাংস বিক্রির কথা জানালেন তিনি।
রোববার (২৪ মার্চ) 'ব্যক্তি পর্যায়ে সাশ্রয়ী মূল্যে গরুর মাংস বিক্রি' শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সম্প্রতি জনপ্রিয়তা পাওয়া এই গরুর মাংস বিক্রেতা। সংবাদ সম্মেলনটি আয়োজন করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
তিনি বলেন, ‘শুরুতে রমজানে কম দামে গরুর মাংস বিক্রি করার ইচ্ছা থাকলেও গরুর দাম বেড়ে যাওয়ায় দাম বাড়াতে বাধ্য হয়েছি। তবে এ ঘোষণার পর আমি ৫৯৫ টাকায় গরুর মাংস বিক্রিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
খলিলুর রহমান জানান, প্রতিদিন প্রায় ২০টি গরু জবাই করে সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মাংস বিক্রি করা হবে বলে।
এদিকে রমজানের বাকি দিনগুলোতে ৬৩০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করবেন বলে জানান মিরপুরের মাংস ব্যবসায়ীরা।
পুরান ঢাকার নয়ন আহমেদ অবশ্য গরুর মাংস বিক্রির বর্তমান দর বহাল রাখতে চেয়েছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে