খুলনায় হিন্দু যুবক হত্যার ঘটনায় ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর: প্রধান উপদেষ্টার প্রেস উইং
খুলনার তেঁতুলতলায় এক হিন্দু যুবকের হত্যার ঘটনায় ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনকে বিভ্রান্তিকর বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
শনিবার (২৫ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘শুক্রবার রাতে খুলনার তেঁতুলতলায় এক হিন্দু যুবককে হত্যার ঘটনায় ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে।’
পুলিশ নিশ্চিত করে, শুক্রবার খুলনায় অর্ণব কুমার সরকার নামে এক যুবককে হত্যা করা হয়। তবে এই হত্যাকাণ্ডের সঙ্গে নিহত যুবকের ধর্মের কোনো যোগসূত্র নেই। এমনকি স্থানীয়দের দ্বারা এটি একটি ঘৃণাজনিত অপরাধ হিসাবেও রিপোর্ট করা হয়নি।
খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার কুতুব উদ্দিন জানান, ‘আমাদের প্রাথমিক তদন্তে জানা গেছে, স্থানীয় মাদক কারবারি অর্ণবকে হত্যা করা হয়েছে। তাকে তার ধর্মীয় পরিচয়ের কারণে হত্যা করা হয়নি। হত্যাকাণ্ডের স্থানে কোনো সাম্প্রদায়িক উত্তেজনাও ছিল না।’
তিনি আরও জানান, হত্যাকাণ্ডের ঘটনায় তিনজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যান্য সন্দেহভাজনদের গ্রেপ্তারে অভিযান চলছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে