১২ বছর পর মুম্বাইয়ের মাঠে জয় পেল কলকাতা
১২ বছর পর মুম্বাই ইন্ডিয়ান্সের ঘরের মাঠে ২৪ রানে জিতল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। সূর্যকুমার যাদবের হাফ-সেঞ্চুরির পরও মিচেল স্টার্কের আগুন ঝরানো বোলিংয়ের বদৌলতে শুক্রবার (৩ এপ্রিল) এ জয়ের দেখা পায় দুইবারের সাবেক আইপিএল চ্যাম্পিয়নরা। এর আগে তাদের মাঠেই ২০১২ সালে সর্বশেষ জয় পেয়েছিল কেকেআর।
গতকাল ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে কলকাতা নাইট রাইডার্স। কারণ ৫৭ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসে দলটি। বলতে গেলে দলের জন্য কিছুই করতে পারেননি ফিল সল্ট (৫), সুনিল নারিন (৮), এনক্রিশ রাঘুভানশি (১৩), শ্রেয়াস আয়ার (৬) ও রিংকু সিং (৯)। তবে ষষ্ঠ উইকেটে ভ্যানকাতিশ আয়ার ও মনিশ পান্ডের ৮৩ রানের জুটি দলকে ম্যাচে ফেরায়।
৩১ বলে ৪২ রান করে হার্দিক পান্ডিয়ার বলে ক্যাচ আউট হন মনিশ পান্ডে। তিনি আউট হয়ে গেলেও দারুণ ফিফটি হাঁকান ভ্যানকাতিশ। তবে জাসপ্রিত বুমরাহের বলে বোল্ড আউট হন তিনি। আউট হওয়ার আগে করেন ৫২ বলে ৭০ রান। এই দুই ইনিংসের উপর ভর করে ১ বল বাকি থাকতেই ১৬৯ রানে অলআউট হয়ে যায় কলকাতা।
জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে মুম্বাই ইন্ডিয়ান্স। তারাও ৭১ রানে ৬ উইকেট হারায়। তবে সপ্তম উইকেট ৪৯ রানের জুটি করেন সূর্যকুমার যাদব ও টিম ডেভিড। ৩৫ বলে ৫৬ রান করার পর আন্দ্রে রাসেলের বলে ক্যাচ আউট হন সূর্যকুমার। আর টিম ডেভিডকে ২৪ রানে মাঠছাড়া করেন মিচেল স্টার্ক। এতে ৭ বল আগেই ১৪৫ রানে অলআউট হয়ে যায় মুম্বাই।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে