Views Bangladesh

Views Bangladesh Logo

কলকাতায় আংশিকভাবে শেষ হচ্ছে চিকিৎসকদের কর্মবিরতি

 VB  Desk

ভিবি ডেস্ক

শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

ভারতের পশ্চিমবঙ্গের জুনিয়র চিকিৎসকরা প্রায় দেড় মাস আন্দোলনের পরে কাজে ফিরতে চলেছেন। শনিবার (২১ সেপ্টেম্বর) থেকে আংশিকভাবে তারা শুধুমাত্র জরুরি পরিষেবা বিভাগে কাজ করবেন।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান জুনিয়র চিকিৎসকরা।

জুনিয়র চিকিৎসকরা সব বিভাগে কবে যোগ দেবেন, তা না জানালেও আপাতত ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন।

পূর্ব কলকাতার সল্টলেকের স্বাস্থ্য ভবনের সামনে ৯ দিন ধরে যে বিক্ষোভ চলছিল, তাও এর মধ্য দিয়ে শেষ হচ্ছে। শুক্রবারই ভেঙে দেওয়া হবে ওই মঞ্চ। এরপরে স্বাস্থ্য ভবনের সামনে থেকে তারা মিছিল নিয়ে সল্টলেকে সিজিও কমপ্লেক্স নামের একটি ভবনে যাবেন। যেখানে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (সিবিআই) দপ্তর রয়েছে।

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই আর জি কর হাসপাতালে এক নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনা তদন্ত করছে। তারা যেন দ্রুত তদন্ত শেষ করে আদালতে প্রতিবেদন জমা দেয়, তার জন্য চাপ সৃষ্টি করতেই সিবিআই দপ্তরে গিয়ে আন্দোলন শেষ করবেন জুনিয়র চিকিৎসকরা। এখন থেকে ভবিষ্যতে সিবিআইকে চাপে রাখাই তাদের অন্যতম কাজ হবে বলেও জানিয়েছেন কয়েকজন চিকিৎসক।

গত ৯ আগস্ট কলকাতার অন্যতম প্রধান মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল আর জি করে এক শিক্ষানবীশ নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনায় পশ্চিমবঙ্গসহ ভারতজুড়ে প্রতিবাদ শুরু হয়। পশ্চিমবঙ্গে তা তীব্র আকার ধারণ করে। এরপর শুরু হয় বিক্ষোভ, প্রতিবাদ, মিটিং-মিছিল। চিকিৎসকের মৃত্যুর এক মাস পরেও এই বিক্ষোভ অব্যাহত থাকে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ