কোরিয়া-যুক্তরাষ্ট্র-জাপানের যৌথ নৌ মহড়া
দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র এবং জাপান যৌথভাবে নৌ মহড়া চালিয়েছে। সম্প্রতি উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ও মিসাইলের ভীতি প্রদর্শনকে সামনে রেখে রোববার (২৬ নভেম্বর) কোয়িয়ান পেনিনসুলায় এ মহড়া চালানো হয়। দক্ষিণ কোরিয়ার এক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
জেজু-ডো আইল্যান্ডের উপকূলে উপস্থিত ছিল আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস কার্ল ভিনসন। গত মঙ্গলবার দক্ষিণের বন্দর শহর বুসানে পারমাণবিক শক্তিচালিত এই ভেসেলটি এসে পৌঁছে। পিয়ংইয়ংয়ের সেনাবাহিনীর উসকানিমূলক কার্যকলাপের বিপরীতে আত্মরক্ষার মহড়ার অংশ হিসেবে এ প্রদর্শন ঘটাল তিন দেশ।
গত ২১ নভেম্বর উত্তর কোরিয়ার গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ করে। ওই স্যাটেলাইটের মাধ্যমে দক্ষিণ কোরিয়ার পাশাপাশি হাওয়াই এবং গুয়ামে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটির ছবি সংগ্রহ করা হয়েছে- এমন ঘোষণার পরদিনই ত্রিপক্ষীয় মহড়া প্রদর্শিত হলো।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে