Views Bangladesh

Views Bangladesh Logo

কুয়েতের সাবেক প্রধানমন্ত্রীকে নতুন ক্রাউন প্রিন্স ঘোষণা

 VB  Desk

ভিবি ডেস্ক

রবিবার, ২ জুন ২০২৪

কুয়েতের নতুন ক্রাউন প্রিন্স হিসেবে নিযুক্ত হয়েছেন শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহ। শনিবার (১ জুন) তাকে এই পদে নিয়োগ দেন দেশটির আমির শেখ মেশাল আল-আহমদ আল-সাবাহ।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, কুয়েতের আমির শনিবার দেশটির নতুন ক্রাউন প্রিন্স হিসেবে শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহর নাম ঘোষণা করেছেন।

সংবাদমাধ্যমটি বলছে, ৭১ বছর বয়সী শেখ সাবাহ খালেদ আল-হামাদ এর আগে ২০১১ থেকে ২০১৯ সাল পর্যন্ত উপসাগরীয় এই দেশটির পররাষ্ট্রমন্ত্রী এবং এরপর ২০২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন।

মূলত অন্যান্য উপসাগরীয় দেশগুলোর চেয়ে কুয়েতের শাসন ব্যবস্থা কিছুটা ভিন্ন। কুয়েতের একটি প্রভাবশালী পার্লামেন্ট রয়েছে যদিও দেশটিতে বেশিরভাগ ক্ষমতাই থাকে রাজপরিবারের কাছে।

আইন প্রণেতাদের হাতে ক্ষমতা থাকলেও সরকারের সাথে তাদের নিয়মিতভাবেই মতবিরোধ সৃষ্টি হয় এবং এর জেরে বারবারই দেশটিতে সংকট দেখা দেয়। গত মে মাসে এমন ঘটনা ঘটে যখন দেশটিতে নতুন করে রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়।

এমতাবস্থায় কুয়েতের আমির শেখ মেশাল আল-আহমদ আল-সাবাহ নির্বাচনের মাত্র ছয় সপ্তাহ পরে সংসদ ভেঙে দেন। সেই সঙ্গে সংবিধানের কিছু ধারাও স্থগিত করেন তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ