Views Bangladesh

Views Bangladesh Logo

ব্রিটেনের সাধারণ নির্বাচনে লেবার পার্টির জয়ে প্রধানমন্ত্রী হচ্ছেন স্টারমার

 VB  Desk

ভিবি ডেস্ক

শুক্রবার, ৫ জুলাই ২০২৪

৪ বছরের ডানপন্থী রক্ষণশীল শাসনের অবসান ঘটিয়ে ব্রিটেনের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে লেবার পার্টি। শুক্রবার দেশটির নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন দলটির নেতা কিয়ার স্টারমার।

নিজের আসনে পুননির্বাচিত হওয়ার পর বিষন্ন চেহারায় ঋষি সুনাক বলেছেন, ‘লেবার পার্টি এই সাধারণ নির্বাচনে জিতেছে এবং আমি স্যার কিয়ার স্টারমারকে তার বিজয়ের জন্য অভিনন্দন জানাতে ফোন করেছি।’

‘আজ শান্তিপূর্ণভাবে এবং সুশৃঙ্খলভাবে সব পক্ষের মঙ্গল কামনার্থে ক্ষমতা হস্তান্তর করবে’ উল্লেখ করে টরি নেতা বলেন, নির্বাচনের ফলাফল ‘সঠিক’ হয়েছে এবং তিনি পরাজয়ের দায় মেনে নিয়েছেন।

সেন্ট্রাল লন্ডনে বিজয়ী পার্টির এক সমাবেশে স্টারমার (৬১) উল্লাসরত কর্মীদের বলেছেন, ‘এখানে পরিবর্তন শুরু হয়েছে এবং ‘দেশকে প্রথম, পার্টিকে দ্বিতীয়’ রেখে ‘জাতীয় পুনর্নবীকরণের দশক’ হিসেবে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, পরিবর্তন রাতারাতি আসবে না। যদিও লেবার পার্টির অন্তত আটজন মন্ত্রিপরিষদের সদস্যসহ সারাদেশে টোরি আসন ছিনিয়ে নিয়েছে।

এ নির্বাচনে প্রতিরক্ষা সচিব গ্রান্ট শ্যাপস, সিনিয়র মন্ত্রী পেনি মর্ডান্ট এবং ব্রেক্সিটার জ্যাকব রিস-মগসহ অন্যান্য বড় বড় গুরুত্বপূর্ণ ব্যক্তি পরাজিত হয়েছেন।

যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের ৬৫০টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ৩২৬টি আসন। সেই পরিসংখ্যা অনুযায়ী ভোট গণণার পর প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, ৬৩৮টি আসনের মধ্যে ৪১০টি আসনে নিরঙ্কুশ জয় পায় মধ্য-বামপন্থি দল লেবার পার্টি। তবে বিভিন্ন কেন্দ্রে এখনও ভোট গণনা চলছে। সমস্ত কেন্দ্রের গণনা শেষে কোন দল কতটি আসন পেল, তা নিশ্চিতভাবে বলা যাবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ