ভূমিদস্যুদের বিচারের মুখোমুখি করতে হবে: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দাবি করেছেন, অন্যের জমি জবরদখল করে বিদেশে অর্থ পাচারে জড়িত সবাইকে বিচারের আওতায় আনা উচিত।
বুধবার (২৩ এপ্রিল) মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া গ্রামে শিল্পী মানবেন্দ্র ঘোষের বাসভবন পরিদর্শনকালে সমাবেশে তিনি অভিযোগ করেন, মানবেন্দ্রের শিল্পকর্মের কারণে যারা তার বাড়িতে আগুন দিয়েছে, তারা আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী।
আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং দেশজুড়ে অস্থিরতা তৈরিতে অর্থ ব্যয়েরও অভিযোগও করেন রিজভী।
সমাবেশে ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতাসহ জেলা ও উপজেলা পর্যায়ের বেশ কয়েকজন নেতাকর্মী।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মানবেন্দ্র ঘোষের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা হস্তান্তর করেন রিজভী।
১৬ এপ্রিল ভোরে মানবেন্দ্র ঘোষের সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের ঘোষ বাজারের বাড়িতে আগুন ধরিয়ে দেয় অজ্ঞাত দুর্বৃত্তরা। আগুনে তার আধা-কংক্রিটের ঘর এবং ৩০টি ভাস্কর্য ধ্বংস হয়ে যায়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে