Views Bangladesh

Views Bangladesh Logo

সিলেটে টিলা ধস, ৩ জনের মরদেহ উদ্ধার

 VB  Desk

ভিবি ডেস্ক

সোমবার, ১০ জুন ২০২৪

সিলেটে ভারী বৃষ্টিতে টিলা ধসে গিয়ে ঘরে আটকা পড়া স্বামী-স্ত্রী ও তাদের শিশু সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১০ জুন) বেলা ১টার দিকে সিটি করপোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডের চামেলীবাগ এলাকার ২ নম্বর রোডের ৮৯ নম্বর বাসা থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয় বলে সিলেট শাহপরাণ থানার ওসি মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী জানান।

মৃতরা হলেন, ওই এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে করিম উদ্দিন (৩৫), তার স্ত্রী শাম্মী আক্তার রোজি (২৬) ও তাদের ১৫ মাস বয়সী ছেলে নাফজি তানিম।

তাদের মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সিলেট ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, ফায়ার সার্ভিসের তিনটি দল উদ্ধার অভিযানে অংশ নেয়। সঙ্গে সেনাবাহিনীর সদস্যরাও ছিলেন।

ঘটনার পর সিলেট শাহপরাণ থানার ওসি মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী বলেন, “পাহাড় ধসের খবর পেয়ে সকাল ৭টার দিকে আমাদের একটি টিম ঘটনাস্থলে যায়। ভারী বৃষ্টির কারণে টিলার মাটি ধসে একটি আধাপাকা ঘরের ওপরে পড়েছে। এতে ওই ঘরের তিনজন ব্যক্তি আটকা পড়েন। ঘরটি টিলার নিচেই ছিল।”

৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম বলেন, “ভূমি ধসে ঘরের নিচে দুই পরিবারের মোট ছয়জন আটকা পড়েছিলেন। পুলিশ, ফায়ার সার্ভিস ও আমরা এসে পরিবারের বাকি তিনজনকে সুস্থ অবস্থায় উদ্ধার করতে পেরেছি।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ