উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ২ জনের মৃত্যু
কক্সবাজারের উখিয়ায় পাহাড় ধসে দুজনের মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুলাই) ভোররাতে উখিয়ার ৮ এবং ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন ৮ নম্বর ক্যাম্পের বালুখালী জুমেরছড়ার স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে। তবে তাৎক্ষণিক তাদের নাম ঠিকানা পাওয়া যায়নি।
এ বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ওসি শামীম হোসেন বলেন, উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের ১১ এবং ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।
এর আগে ১৯ জুন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড় ধসের ঘটনায় ১০ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ক্যাম্প-১৪ তে একজন, ক্যাম্প ১০-এ চারজন, ক্যাম্প-৯ এ তিনজন, ক্যাম্প-৮ এ একজন এবং ক্যাম্প-১ ডাব্লিউ তে একজন মৃত্যুর ঘটনা ঘটে। এদের মধ্যে দুজন বাংলাদেশিও রয়েছে।
গত এক সপ্তাহ ধরে কক্সবাজারে টানা ভারি বৃষ্টিপাত হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এর ফলে রোহিঙ্গা ক্যাম্পগুলো পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছে। রোহিঙ্গা ক্যাম্প ছাড়াও কক্সবাজারের কিছু কিছু পাহাড়ি এলাকা ঝুঁকিতে রয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে