Views Bangladesh Logo

অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে ফের লেবার পার্টির জয়

স্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়ে ফের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন লেবার পার্টির নেতা অ্যান্থনি আলবানিজ। শনিবার (৩ এপ্রিল) অনুষ্ঠিত এই নির্বাচনে মধ্যবামপন্থি এই নেতা বিপুল ভোটে জয়লাভ করেন।

সর্বশেষ খবর অনুযায়ী, ৪৯ দশমিক ৭ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। এতে লেবার পার্টি ৮৬টি আসনে জয় পেয়েছে, যেখানে লিবারেল-ন্যাশনাল পার্টি (এলএনপি) জোট পেয়েছে ৪০টি এবং স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ১০টি আসন। যদিও বামপন্থি গ্রিন পার্টি এখনো কোনো আসনে জয়লাভ করেনি। তবে আগের যেকোনো সময়ের চেয়ে এবার তাদের পারফরম্যান্স ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে।

স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ছিল এক কোটি ৮০ লাখ, যার মধ্যে আগেই ভোট দেন ৮০ লাখ ভোটার। প্রতিনিধি পরিষদের ১৫০টি আসনের পাশাপাশি সিনেটের ৭৬টির মধ্যে ৪০টি আসনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

বিজয়ী হওয়ার পর দেওয়া বক্তব্যে অ্যান্থনি আলবানিজ বলেন, ‘আশা ও দৃঢ়তা নিয়ে একে অপরের প্রতি বিশ্বাস রেখে আমরা আবারও অস্ট্রেলিয়ার ভবিষ্যৎ গড়ার কাজে ফিরে যাচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ।’

অন্যদিকে নির্বাচনে পরাজয় মেনে নিয়ে আলবানিজকে অভিনন্দন জানিয়েছেন ডানপন্থী বিরোধী নেতা পিটার ডাটন। তিনি এই পরাজয়ের পেছনে নির্বাচনী প্রচারণায় যথেষ্ট ভালো করতে না পারাকে দায়ী করেন। ডাটন বলেন, লেবার পার্টির জন্য এটি একটি ঐতিহাসিক জয় এবং আমি তা স্বীকার করে আলবানিজকে অভিনন্দন জানিয়েছি।

এর আগে ২০২২ সালের নির্বাচনে লেবার পার্টি ৩২ দশমিক ৬ শতাংশ, লিবারেল-ন্যাশনাল জোট ৩৫ দশমিক ৭ শতাংশ এবং অন্যান্য দল ৩১ দশমিক ৭ শতাংশ প্রাথমিক ভোট পেয়েছিল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ