Views Bangladesh Logo

কক্সবাজারে পাহাড় ধসের আলাদা ঘটনায় দুজনের মৃত্যু

ক্সবাজার শহরের পৌর এলাকায় পাহাড় ধসের কারণে মাটিচাপা পড়ে এবং একই কারণে দেয়াল ধসে পড়ার আলাদা ঘটনায় গৃহবধূসহ দুইজনের মৃত্যু হয়েছে।

দুর্ঘটনাকবলিত স্থান পরিদর্শনের পর পাহাড় ধসে এ দুজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে কক্সবাজার ফায়ার সার্ভিস।

শহরের ৬ নং ওয়ার্ডের পূর্ব পল্যান কাটা এলাকায় বসতঘরে পাহাড় ধসের কারণে মাটি চাপা পড়ে স্থানীয় মোহাম্মদ করিমের স্ত্রী জমিলা বেগমের (৩০) মৃত্যু হয়েছে৷

অন্যদিকে, শহরের ৭ নং ওয়ার্ডের সিকদার বাজার এলাকায় মাটির দেয়াল চাপা পড়ে মৃত্যু হয় সাইফুলের ছেলে মো: হাসানের (১০)।

জমিলার স্বামী করিম জানান, বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ৬টার দিকে ঘুম থেকে উঠে নাস্তা খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। এসময় আচমকা পাহাড়ের কাদামাটি বসতঘরের ওপর পড়লে এতে চাপা পড়েন গৃহবধূ জমিলা। এরপর স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশু হাসানের পরিবার জানায়, পাহাড় ধসে ঘরের মাটির দেয়ালে পড়লে দেয়ালসহ আসবাবপত্রের নিচে চাপা পড়ে শিশু হাসান। ঘটনাস্থল থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা।

আলাদা এ দুই দুর্ঘটনার পর পাহাড় ধসের কারণে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে কক্সবাজার ফায়ার সার্ভিস।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ