Views Bangladesh Logo

শাহ আমানত বিমানবন্দরে ১৮ লাখ টাকার মোবাইল ফোনের চালান আটক

 VB  Desk

ভিবি ডেস্ক

ট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত একটি ট্রলি ব্যাগ থেকে ১৮ লাখ ৩০ হাজার টাকার মোবাইল ফোনের চালান আটক করা হয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় শারজাহ থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৫২ ফ্লাইটে যৌথভাবে অভিযান পরিচালনা করে বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা এনএসআই ও শুল্ক গোয়েন্দা সংস্থার সদস্যরা। এ সময় তারা ওই ফ্লাইট থেকে এই মোবাইল ফোনগুলো উদ্ধার করেন।

এ ব্যাপারে বিমানবন্দর কাস্টমসের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, যাত্রীবিহীন পরিত্যক্ত একটি ট্রলি ব্যাগ থেকে ৯৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এর মধ্যে ৪৯টি স্যামসাং ব্র্যান্ডের স্মার্টফোন এবং ৪৬টি নোকিয়া ব্র্যান্ডের বাটন ফোন ছিল।

তিনি আরও জানান, এই ৪৯টি স্মার্টফোনের মূল্য ছিল ১৭ লাখ ১৫ হাজার টাকা (প্রতি ফোন ৩৫ হাজার টাকা) এবং ৪৬টি বাটন ফোনের মূল্য ১ লাখ ১৫ হাজার টাকা (প্রতি ফোন ২,৫০০ টাকা)। উদ্ধারকৃত এসব মোবাইল ফোন বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ