দুই দিন জীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি, কারামুক্ত হয়ে ফারিয়া
জামিনে মুক্ত হয়ে কারাগার থেকে বেরিয়ে আবেগঘন প্রতিক্রিয়ায় নিজের মনের অবস্থার কথা জানিয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ফেসবুক বার্তায় ফারিয়া বলেন, জীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি এই দুইটা দিন। মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম।
মঙ্গলবার (২০ মে) বিকেল ৩টায় গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান নুসরাত ফারিয়া।
কারাগার থেকে বেরিয়ে স্বজনদের সঙ্গে ঢাকার উদ্দেশে যাত্রা করেন তিনি। এ সময় কারাগারের সামনে সাংবাদিকরা অপেক্ষমাণ থাকলেও নুসরাত ফারিয়া কারও সঙ্গে কোনো কথা বলেননি।
পরে এক ফেসবুক পোস্টে নিজের মনের অবস্থার কথা লিখে জানান। ফেসবুকে তিনি বলেন, ‘এই সময়টাতে যারা সর্বক্ষণ আমার পাশে ছিলেন, সেসব মানুষদেরকে মন থেকে কৃতজ্ঞতা জানাতে চাই। আমার সহকর্মী থেকে শুরু করে ইন্ডাস্ট্রির সবাই, এমনকি আপামর সাধারণ মানুষ— যারা আমার হয়ে কথা বলেছেন, ন্যায়ের পক্ষে কথা বলেছেন, পাশে থেকেছেন— তাদের এই সাপোর্ট ও ভালোবাসা আমি আজীবন মনে রাখবো।’
তিনি আরও বলেন, ‘আপনারা পাশে না থাকলে হয়তো এত দ্রুত আপনাদের মাঝে উপস্থিত হতে পারতাম না। বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আমাদের গণমাধ্যমকর্মীদেরকে— তাদের এই সাপোর্টটা ভীষণ দরকার ছিল। আমি সবসময় মনে রাখব আমার প্রতি আপনাদের ভালোবাসার কথা।’
রোববার সকালে থাইল্যান্ড সফরে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। এরপর রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
জানা যায়, গত মার্চ মাসে এনামুল হক নামের এক ব্যক্তি ঢাকার একটি আদালতে ২৮৩ জনের বিরুদ্ধে একটি হত্যা চেষ্টার মামলা দায়ের করেন। আসামিদের মধ্যে নুসরাত ফারিয়াসহ আরও কয়েকজন চলচ্চিত্র ব্যক্তিত্বও রয়েছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে