Views Bangladesh Logo

ল্যাটিন আমেরিকান ঔপন্যাসিক মারিও ভার্গাস য়োসা মারা গেছেন

পেরুর নোবেল পুরস্কার বিজয়ী ঔপন্যাসিক  ও প্রাবন্ধিক মারিও ভার্গাস য়োসা মারা গেছেন।

রোববার (১৩ এপ্রিল) রাজধানী লিমার বাড়িতে পরলোকগমন করেন তিনি।


এপি জানিয়েছে, ‘দ্য টাইম অফ দ্য হিরো’ এবং ‘ফিস্ট অফ দ্য গোট’ এর মতো বিখ্যাত উপন্যাসের এই প্রখ্যাত লেখকের মৃত্যুতে শোকাহত বিশ্ব সাহিত্য অঙ্গন। 


২৮ মার্চ ৮৯ বছর পূর্ণ করা এই লেখক পরিবার-পরিজন নিয়ে যৌথ পরিবারে বাস করছিলেন।


ছেলে আলভারো বলেছেন, ‘গভীর দুঃখের সঙ্গে আমরা ঘোষণা করছি যে, আমাদের বাবা মারিও ভার্গাস য়োসা শান্তিপূর্ণভাবে মারা গেছেন। তার পরিবারের সদস্যরা পাশে ছিলেন’।

অন্য দুই ছেলে গঞ্জালো ও মরগানার সঙ্গে যৌথভাবে স্বাক্ষরিত চিঠিটি এক্স-এ পোস্ট করেছেন আলভারো। বলেছেন, ‘তার প্রয়াণে তার আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব এবং বিশ্বজুড়ে তার পাঠকরা দুঃখিত হবেন। তবে আমরা আশা করি, তারা আমাদের মতোই সান্ত্বনা পাবেন, তিনি দীর্ঘ, দুঃসাহসিক এবং ফলপ্রসূ জীবন উপভোগ করেছেন।

‘তিনি পেছনে এমন এক কাজ রেখে গেছেন যা তার চেয়েও বেশি বেঁচে থাকবে’- যোগ করেছেন মারিও ভার্গাস য়োসার তিন ছেলে।


মেক্সিকোকে ‘নিখুঁত একনায়কতন্ত্র’ অভিহিত করে বিখ্যাত হন ল্যাটিন আমেরিকান কর্তৃত্ববাদের স্পষ্টবাদী সমালোচক মারিও ভার্গাস য়োসা। কর্তৃত্ববাদ, সামাজিক সহিংসতা, যুদ্ধ এবং রাজনৈতিক দুর্নীতির ব্যঙ্গাত্মক উপন্যাসের মাধ্যমে তিনি ৫০-৬০ বছর আগের উদীয়মান ল্যাটিন আমেরিকান বুম সাহিত্য আন্দোলনের নেতৃস্থানীয় কণ্ঠস্বর ছিলেন।

২০১০ সালে ছাড়াও অসংখ্য পুরস্কার জিতেছিলেন তিনি। নোবেল কমিটি সেবার জানায়, ‘ক্ষমতার কাঠামোর মানচিত্রায়ন এবং ব্যক্তির প্রতিরোধ, বিদ্রোহ ও পরাজয়ের তীব্র চিত্রের জন্য’ তাকে পুরস্কৃত করা হয়।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ