অবাধ, সুষ্ঠু নির্বাচন চায় এলডিপি
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনূসের সাথে সংলাপে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিসহ সংস্কারের ২৩টি প্রস্তাব উত্থাপন করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ।
সংলাপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সমস্যারও সমাধান চেয়েছে দলটি।
পরে সাংবাদিকদের অলি আহমদ বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত। জুলাই-আগস্টের বিক্ষোভে দেশের ১৮ কোটি মানুষের বিরুদ্ধে ভূমিকার পর তাদের রাজনীতি করার অধিকার নেই।
'আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না কেন! আমরা আজ আবারও বলেছি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কারণ, তারা ১৮ কোটি মানুষের বিরুদ্ধে যুদ্ধ করেছে। তাদের রাজনীতি করার অধিকার নেই।'
বিএনপি-জামায়াতের আমলে যোগাযোগমন্ত্রীর দায়িত্ব পালন করা অলি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পুলিশ-প্রশাসনসহ সব ব্যবহার করেছে।
তিনি বলেন, তারা টিকতে পারেনি। কারণ বিক্ষোভের সময় সেনাবাহিনী এবং কিছু পুলিশ গুলি চালাতে অস্বীকার করেছিলেন। ১৫০০ জনেরও বেশি মানুষ মারা যান, অনেকে আহত হন।
গত ৫ অক্টোবর বিএনপি, জামায়াত, সিপিবিসহ কয়েকটি দলের অংশগ্রহণে শুরু হওয়া চলতি পর্বের এটি দ্বিতীয় দফার সংলাপ।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে