Views Bangladesh

Views Bangladesh Logo

ফাঁস হওয়া মার্কিন গোয়েন্দা নথিতে ইরানে ইসরায়েলি হামলার প্রস্তুতি

 VB  Desk

ভিবি ডেস্ক

রবিবার, ২০ অক্টোবর ২০২৪

ফাঁস হওয়া দুটি মার্কিন গোয়েন্দা নথিতে ইরানে সম্ভাব্য হামলা চালাতে ইসরায়েলি সামরিক প্রস্তুতির স্যাটেলাইট চিত্র এবং তথ্য উন্মোচিত হয়েছে। ‘অত্যন্ত গোপনীয়’ এই নথিফাঁসের ঘটনা মার্কিন সরকারের ভেতরে তাৎক্ষণিক উদ্বেগ তৈরি করেছে।

নথিফাঁসের সঠিক উৎস এখনো জানা না গেলেও প্রাথমিকভাবে ইঙ্গিত দেয়া হচ্ছে যে, সেগুলো মার্কিন সরকারের নিম্নস্তরের কোনো কর্মচারী নিয়ে গিয়ে থাকতে পারেন। পেন্টাগন, মার্কিন গোয়েন্দা সংস্থা এবং এফবিআই যৌথভাবে এই তথ্য কীভাবে ফাঁস হয়েছে এবং আরও নথি বাইরে যেতে পারে কি না- তা নির্ধারণে তদন্ত করছে।

নিউইয়র্ক টাইমসের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ন্যাশনাল জিওস্প্যাটিয়াল-ইন্টেলিজেন্স এজেন্সির (এনজিএ) নথি দুটিতে আমেরিকান গুপ্তচর উপগ্রহের সংগৃহীত চিত্র এবং তথ্য বিশ্লেষণে ইসরায়েলি সামরিক মহড়া এবং ইরানের বিরুদ্ধে অপারেশনাল প্রস্তুতি সম্পর্কে জানায়। গত ১ অক্টোবর ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর উত্তেজনা বেড়ে যাওয়ায় ইসরায়েলি সামরিক বাহিনী প্রতিশোধমূলক এ হামলার প্রস্তুতি নিচ্ছে বলেই মনে হচ্ছে।

স্যাটেলাইট চিত্রের বিশদ বিশ্লেষণের পর ১৫ ও ১৬ অক্টোবরের ওই দুটি নথি টেলিগ্রামে প্রচার করা হয়।

একটি নথির শিরোনাম ‘ইসরায়েলি বিমানবাহিনী ইরানের ওপর হামলার প্রস্তুতি অব্যাহত রেখেছে’। এতে সাম্প্রতিক ইসরায়েলি মহড়ার রূপরেখা দেয়া হয়েছে, যা ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের মহড়া বলে মনে হচ্ছে। এসব প্রস্তুতির মধ্যে রয়েছে আকাশে জ্বালানি ভরার অভিযান, তল্লাশি ও উদ্ধার অভিযান এবং সম্ভাব্য ইরানি হামলার আশঙ্কায় ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পুনঃস্থাপন। দ্বিতীয় দলিলে যুদ্ধাস্ত্র ও অন্য সামরিক সম্পদ কৌশলগত স্থানে সরিয়ে নেয়ার ইসরায়েলি প্রচেষ্টার কথা বলা হয়েছে।

এসব নথিতে ইসরায়েলি সামরিক গতিবিধি ও মহড়ার বর্ণনা থাকলেও স্যাটেলাইট ছবিগুলো নিজেরা সরবরাহ করেনি দেশটি। সংগৃহীত ছবিগুলো বিশ্লেষণে মার্কিন গোয়েন্দারা ইঙ্গিত দেন, হামলার জন্য প্রস্তুত হচ্ছে ইসরায়েল। তবে নথিগুলো ইরান সম্পর্কে ইসরায়েলের সম্পূর্ণ পরিকল্পনা প্রকাশ করে কি না- সেটি স্পষ্ট নয়।

মার্কিন কর্মকর্তারা নথি ফাঁসের সম্ভাব্য প্রভাব নিয়ে বিভক্ত। কেউ কেউ এর প্রভাবকে খাটো করে দেখছেন। বলছেন, নথিগুলো নতুন আমেরিকান ক্ষমতা প্রকাশ করে না। তবে ইসরায়েলের স্পর্শকাতর সামরিক পরিকল্পনা ফাঁস হয়ে যাওয়ায় অন্যরা উদ্বিগ্ন, বিশেষ করে যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে।

সম্প্রতি জার্মানি সফরকালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে জিজ্ঞাসা করা হয় যে, তিনি ইরান এবং এর লক্ষ্যবস্তুতে ইসরায়েলের পরিকল্পিত হামলা সম্পর্কে জানেন কি না। তখন তিনি সংক্ষিপ্ত ‘হ্যাঁ এবং হ্যাঁ’ দিয়ে প্রতিক্রিয়া জানালেও বিস্তারিত জানাতে অস্বীকার করেন।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ