কানাডায় চিরনিদ্রায় শায়িত বরেণ্য অভিনেতা জামালউদ্দিন হোসেন
একুশে পদকপ্রাপ্ত টেলিভিশন ও মঞ্চনাটক এবং চলচ্চিত্রের জনপ্রিয় অভিনয়শিল্পী- নাট্যনির্দেশক জামালউদ্দিন হোসেনকে কানাডার ক্যালগেরি শহরে দাফন করা হয়েছে।
স্থানীয় সময় শনিবার (১২ অক্টোবর) বাদ জোহর জানাজা শেষে জামালউদ্দিনকে দাফন করা হয় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী অভিনেতা-নাট্যপরিচালক শামসুল আলম বকুল ও তার ছেলে কানাডার মাউন্ট রয়েল বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক তাশফিন হোসেন।
শুক্রবার (১১ অক্টোবর) কানাডার ক্যালগিরি রকিভিউ হাসপাতালে মারা যান জামালউদ্দিন হোসেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। স্থানীয় সময় সকাল ১০টা ২০ মিনিটে তার লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয় আর রাত আটটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান বকুল।
যুক্তরাষ্ট্রের আটলান্টায় মেয়ের কাছে ছিলেন জামালউদ্দিন। সেখান থেকে কানাডার ক্যালগিরিতে ছেলে তাশফিনের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখান তিন সপ্তাহ আগে শ্বাসকষ্টজনিত অসুস্থতা দেখা দিলে ছেলে তাকে হাসপাতালে ভর্তি করেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকেরা তার মূত্রসংক্রমণ হয়েছে বলে জানান। পরে নিউমোনিয়ায় আক্রান্ত হন। স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিতে পারছিলেন না। এরপর চিকিৎসকেরা তাকে লাইফ সাপোর্টে রাখার সিদ্ধান্ত নেন।
সত্তরের দশকের মাঝামাঝি থেকে মঞ্চনাটকে অভিনয় শুরু করেন জামালউদ্দিন হোসেন। ১৯৭৫ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত নাগরিক নাট্য সম্প্রদায়ের এই সদস্য টেলিভিশন নাটক এবং চলচ্চিত্রেও কাজ করেন। ১৯৯৭ সালে তিনি নিজের নাট্যগোষ্ঠী নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বল শুরু করেন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপালন করছিলেন। গত ১৫ বছর অভিনয়ে অনিয়মিত তিনি। ছিলেন না বাংলাদেশেও, যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে থাকতেন। এই সময়টায় মাঝে-মধ্যে দেশে ফিরলে টুকটাক অভিনয় করতেন। তবে সাত-আট বছর ধরে একেবারে অভিনয়ে নেই।
বিটিভিতে অনেক জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন জামালউদ্দিন হোসেন। ‘খাঁচার ভিতর অচিন পাখি’, ‘রাজা রানী’, ‘চাঁদ বণিকের পালা’, ‘আমি নই’, ‘বিবি সাহেব’, ‘যুগলবন্দি’সহ কয়েকটি আলোচিত মঞ্চনাটক পরিচালনা করেছেন। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য এবং বেতার টেলিভিশন শিল্পী সংসদের সাধারণ সম্পাদকও ছিলেন তিনি।
২০১৩ সালে তিনি একুশে পদক পান জামালউদ্দিন হোসেন। তার স্ত্রী অভিনেত্রী রওশন আরা হোসেনেরও শারীরিক অবস্থা ভালো নয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে