Views Bangladesh

Views Bangladesh Logo

কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগাল আর নেই

 VB  Desk

ভিবি ডেস্ক

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

ভারতীয় কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগাল আর নেই। মুম্বাইয়ের ওখার্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভারতীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০।

শ্যাম বেনেগালের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর মেয়ে পিয়া বেনেগাল।

ভারতীয় সিনেমা জগতে সর্বোচ্চ সম্মাননা দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড পেয়েছিলেন শ্যাম বেনেগাল। এ ছাড়াও তিনি অর্জন করেছেন ১৮টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

শ্যাম বেনেগালকে ১৯৭৬ সালে পদ্মশ্রী এবং ১৯৯১ সালে পদ্মভূষণ সম্মাননায় ভূষিত করে ভারত সরকার। তাঁর উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘মন্থন’, ‘অঙ্কুর’, ‘ভূমিকা’, ‘জুনুন’, ‘মান্ডি’, ‘নিশান্ত’ ইত্যাদি।

কিংবদন্তি এই পরিচালক ২০২৩ সালে বাংলাদেশ সরকারের অর্থায়নে নির্মিত ‘মুজিব: দ্য মেকিং অফ নেশন’ সিনেমাটি পরিচালনা করেন। এই চলচ্চিত্রে ভারত এবং বাংলাদেশের একাধিক অভিনেতা অভিনয় করেন। ২০২৩ সালে মুক্তি পাওয়া এই ছবিটিই তাঁর শেষ পরিচালিত চলচ্চিত্র।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ