৯১ বছর বয়সে মারা গেলেন সংগীত কিংবদন্তি কুইন্সি জোন্স
মাইকেল জ্যাকসনের ঐতিহাসিক ‘থ্রিলার’ অ্যালবাম প্রযোজনার পাশাপাশি বহু পুরস্কারজয়ী চলচ্চিত্র ও টেলিভিশনের আবহসংগীত লেখার জন্য পরিচিত কিংবদন্তি সংগীত পরিচালক কুইন্সি জোন্স ৯১ বছর বয়সে মারা গেছেন।
কুইন্সি জোনস ফ্র্যাঙ্ক সিনাত্রা, রে চার্লসসহ আরও বহু প্রখ্যাত শিল্পীর সঙ্গে কাজ করেছেন তিনি। জোন্সের মিডিয়ার দায়িত্বে থাকা আর্নল্ড রবিনসন জানান, রোববার রাতে লস অ্যাঞ্জেলেসের বেল এয়ারে পরিবারের সদস্যদের উপস্থিতিতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘ভারাক্রান্ত মনে আমরা আমাদের পিতা ও ভাই কুইন্সি জোন্সের প্রয়াণের সংবাদ জানাচ্ছি। যদিও এটি আমাদের জন্য অপূরণীয় ক্ষতি, আমরা তার বর্ণাঢ্য জীবন উদযাপন করছি এবং জানি তার মতো আর কেউ আসবেন না।’
দক্ষিণ সিকাগোতে কঠিন পরিস্থিতিতে বড় হওয়া জোন্স পরবর্তীতে হলিউডের প্রথম সফল কৃষ্ণাঙ্গ প্রযোজকদের একজন হয়ে উঠেন এবং আমেরিকার সংগীত জগতে অসামান্য অবদান রেখে গেছেন তিনি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে