Views Bangladesh

Views Bangladesh Logo

ইয়াং বয়েজের বিরুদ্ধে ৫-০ গোলের বিশাল জয় বার্সেলোনার

 VB  Desk

ভিবি ডেস্ক

বুধবার, ২ অক্টোবর ২০২৪

চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার হার দিয়ে যাত্রা শুরু হলেও মঙ্গলবার রাতের ম্যাচে ইয়াং বয়েজকে ৫-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে। এই জয়ে বড় অবদান রেখেছেন রবার্ট লেওয়ানডস্কি। তিনি করেন জোড়া গোল।

নিজেদের মাঠ ক্যাম্প ন্যুতে শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে কাতালানরা। ম্যাচের আট মিনিটেই লেওয়ানডস্কির গোলে লিডে যায় বার্সা। বিরতির আগে প্রতিপক্ষে জালে কাপন ধরান রাফিনিয়া ও মার্তিনেজ।

রয়টার্সের খবরে বলা হয়েছে, ৩৪ মিনিটে রাফিনহা নিজেই পান গোল। বক্সের ভেতর পেদ্রির শট প্রতিহত হলেও ফিরতি শট জালে জড়ান ব্রাজিলিয়ান তারকা। ৩ মিনিটের ব্যবধানে লিড ৩-০ করে কাতালান ক্লাবটি। এবার ফ্রি–কিক থেকে হেডে গোল করেন ইনিগো মার্তিনেজ।

বিরতির পরও আগ্রাসী ফুটবল খেলতে থাকে বার্সা। ৫১ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি আদায় করে নেন লেওয়ানডস্কি। অসাধারণ ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন এই পোলিশ স্ট্রাইকার।

এরপর ৮০ মিনিটে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই জড়ায় বয়েজ। শেষ দিকে একটি গোল শোধের সুযোগ এসেছিল ইয়াং বয়েজের। তবে জালে বল জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল করে দেন রেফারি। শেষ পর্যন্ত ৫-০ ব্যবধানের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে হ্যান্সি ফ্লিকের দল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ