অ্যান্টিগায় লুইস ঝড়ে উড়ে গেল ইংল্যান্ড
অ্যান্টিগার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে সফরকারী ইংলিশদের একাই উড়িয়ে দিয়েছেন ইভান লুইস। খেলেছেন ৬৯ বলে ৯৪ রানের ঝোড়ো ইনিংস। লুইসের ঝোড়ো ব্যাটিংয়ের দিনে ইংল্যান্ডকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
এর আগে টসে হেরে ব্যাট করতে নামা ইংল্যান্ডের হয়ে বড় ইনিংস খেলতে পারেননি কেউই। প্রথমে ব্যাট করে ইংলিশরা তোলে ২০৯ রান। প্রথম ছয় ব্যাটারের মধ্যে কেউই ছুঁতে পারেনি অর্ধশতক। সর্বোচ্চ ৪৮ রান আসে অধিনায়ক লিভিংস্টোনের ব্যাট থেকে। জেকব বেথেল করেন ২৭ রান।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ৪৬ রান দিয়ে ৪ উইকেট নেন গুদাকেশ মোতি। ম্যাথিউ ফোর্ড, জেডেন সিলস ও আলজারি জোসেফরা নেন দুটি করে উইকেট। ম্যাচসেরার স্বীকৃতি ওঠে বাঁহাতি মোতির হাতেই।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ক্যারিবীয়রা পরিবর্তিত লক্ষ্যে পৌঁছে যায় ৫৫ বল হাতে রেখে। ৮ ছয় এবং ৫ চারের মারকুটে ব্যাটিং এ লুইস খেলেন ৯৪ রানের এক ঝকঝকে ইনিংস। নিজের দিনে জফরা আর্চার, স্যাম কারেন আর আদিল রশিদদের মতো বোলারদেরও সুবিধা করতে দেননি লুইস। ইনিংসের ১৪তম ওভারে ব্যক্তিগত ৪৬ বলে ফিফটি পূর্ণ করে লুইস যেন আরও বিধ্বংসী হয়ে ওঠে। পরের ২৩ বলে করেন ৪৪ রান। দলের হয়ে দ্বিতীয় সব্বোর্চ ৩০ রান করেন ব্রেন্ডন কিং। কার্টির অপরাজিত ১৯ ও শেই হোপের অপরাজিত ৬ রান দলকে পৌছে দেয় জয়ের বন্দরে।
একই মাঠে আগামীকাল সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড: ৪৫.১ ওভারে ২০৯ (লিভিংস্টোন ৪৮, কারেন ৩৭, বেথেল ২৭; মোতি ৪/৪১, সিলস ২/২২)।
ওয়েস্ট ইন্ডিজ: (লক্ষ্য ৩৫ ওভারে ১৫৭) ২৫.৫ ওভারে ১৫৭/২ (লুইস ৯৪, কিং ৩০; লিভিংস্টোন ১/৩২)।
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে জয়ী (ডিএল মেথডে)।
ম্যান অব দ্য ম্যাচ: গুড়াকেশ মোতি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে