মিগজাউমের প্রভাবে দেশের ৩ বিভাগে বৃষ্টির আভাস
বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে দেশের তিন বিভাগে (খুলনা, বরিশাল ও চট্টগ্রাম) হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে এক বা দুই জায়গায় অস্থায়ী দমকা হাওয়া বয়ে যেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অফিসের আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অন্যান্য জায়গায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এতে আরও বলা হয়, রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা চট্টগ্রামে ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা তেতুলিয়ায় ১৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ ছাড়াও সারাদেশে রাতের তাপমাত্রা এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।
মঙ্গলবার সকাল ৬টায় আবহাওয়া অধিদপ্তরের দেওয়া বিজ্ঞপ্তিতে জানা যায়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় থাকা ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ আরও উত্তর-পশ্চিম দিকে এগিয়েছে। উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড়টির আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল থাকায় উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে