Views Bangladesh

Views Bangladesh Logo

খাগড়াছড়িতে বজ্রপাতে মা-ছেলেসহ প্রাণ গেল চারজনের

District  Correspondent

জেলা প্রতিনিধি

রবিবার, ৫ মে ২০২৪

খাগড়াছড়িতে ঝড়-বৃষ্টির সময় পৃথক বজ্রপাতে মা-ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে। রবিবার (৫ মে) ভোরে জেলার তিন উপজেলায় এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দীঘিনালার মধ্যবেতছড়ির হাসিনা বেগম (৩০) ও তার ছেলে হানিফ মিয়া (৮), রামগড়ের দুর্গম হাজাছড়া পাড়া গ্রামের গনেজ মারমা (৫০) এবং মাটিরাঙ্গার বেলছড়ি ইউনিয়নের শশীকারবারী পাড়ার সুমিকা ত্রিপুরা (২৭)।

স্থানীয়রা জানায়, রবিবার (৫ মে) ভোরে দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের মধ্যবেতছড়ি গ্রামে ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। এ সময় বজ্রাঘাতে ছাদেক মিয়ার মাটির ঘরের টিনের চালে আগুন লেগে যায়। এ সময় ঘরের ভেতরে থাকা তার স্ত্রী হাসিনা বেগম ও ছেলে হানিফ মিয়া আগুনে পুড়ে অঙ্গার হয়ে মারা যান। তবে প্রাণে বেঁচে যায় সঙ্গে থাকা তার আরেক ছেলে মো. হাফিজ (১১) ।

এ বিষয়টি নিশ্চিত করে দীঘিনালা থানার ওসি মো. নুরুল হক জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হবে।

এ ছাড়াও একই দিনে একই সময়ে খাগড়াছড়ির রামগড় ও মাটিরাঙ্গা উপজেলায় বজ্রপাতে দুজন মারা যান।

নিহতদের মধ্যে রামগড় উপজেলায় গনেজ মারমা নামে এক কৃষকের মৃত্যু হয়। উপজেলার দুর্গম হাজাছড়া পাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

অন্যদিকে মাটিরাঙ্গা উপজেলায় বজ্রপাতের ঘটনায় সুমিকা ত্রিপুরা (২৭) নামে এক গৃহিণী মারা যান। এ সময় তার দুই ছেলে আহত হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রহমত উল্যাহ বলেন, এ মৃত্যু বড়ই মর্মান্তিক। তাদের পরিবারকে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ