Views Bangladesh

Views Bangladesh Logo

পাকিস্তানে বৃষ্টি ও বজ্রপাতে ৩৬ জনের মৃত্যু

 VB  Desk

ভিবি ডেস্ক

সোমবার, ১৫ এপ্রিল ২০২৪

পাকিস্তানে গত তিন দিনের টানা বজ্রপাত ও অতিবৃষ্টিতে ৩৬ জনের মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশই কৃষক। তীব্র বৃষ্টি ও বজ্রপাতে দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে ইতোমধ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বার্তাসংস্থা এপি প্রকাশিত এক প্রতিবেদন সূত্রে এই তথ্য জানা যায়।

পাঞ্জাবের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মুখপাত্র আরফান কাথিয়া বলেন, অধিকাংশ মানুষের মৃত্যু হয়েছে যখন তারা কৃষিকাজ করছিলেন। আগামী দিনগুলো বৃষ্টি আরো বাড়বে বলেও জানান তিনি।

বৃষ্টি ও বজ্রপাতে বেলুচিস্তানে মারা গেছেন ৭ জন, প্রদেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। অন্যদিকে খাইবার পাখতুনখোয়া প্রদেশে মারা গেছেন ৮ জন।

দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দুর্গতদের সাহায্যের জন্য সরকারি সবগুলো সংস্থাকে নির্দেশ দিয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ