টি-টোয়েন্টির নতুন অধিনায়ক লিটন দাস
বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন লিটন কুমার দাস। রোববার (৪ মে) মিরপুরে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে লিটনকে। দীর্ঘ মেয়াদে তাকে দায়িত্ব দেয়া হয়েছে।
আগামী ২০২৬টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের অধিনায়ক থাকবেন এই উইকেটরক্ষক ও ব্যাটার। তবে দলে রাখা হয়নি চোটগ্রস্ত তাসকিন আহমেদকে। তাকে ছাড়াই ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ। এবার টি-টোয়েন্টি সিরিজও মিস করছেন তাসকিন। মেহেদী মিরাজও টি-টোয়েন্টি দলে জায়গা পাননি। প্রধান নির্বাচক জানান, দলের সমন্বয়ের কারণেই মিরাজ বাদ পড়েছেন।
নাজমুল হোসেন শান্তর কাছ থেকে টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পেলেন লিটন। গত বছরের ফেব্রুয়ারিতে শান্তকে সব ফরম্যাটের ক্রিকেটে জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব দেয়া হয়। এবার তার দায়িত্ব ভার কমেছে। তবে ওয়ানডে ও টেস্ট দলের নেতৃত্ব দেবেন শান্ত। সর্বশেষ গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টি দলের নেতৃত্বে ছিলেন লিটন। তার নেতৃত্বে ক্যারিবিয়ানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-০ তে জিতে ছিল বাংলাদেশ। তাই অলিখিত ভাবে টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হিসেবে তার নাম ঠিক করা হয়েছিল আগেই। এবার আনুষ্ঠানিক ভাবে তার নাম ঘোষণা করা হলো।
বিসিবি পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম জানান, "অভিজ্ঞতার কারণেই নেতৃত্বের ভার পেয়েছেন লিটন।"
বাংলাদেশ টি-টোয়েন্টি দল: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, শামীম হোসেন, শেখ মাহাদি, মোস্তাফিজুর রহমান, জাকের আলী, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে