বর্ষসেরা টেস্ট ইনিংসের মনোনয়ন পেল লিটনের সেঞ্চুরি
সাদা বলের ক্রিকেটে গত বছর বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন লিটন কুমার দাস। এমনকি দল থেকেও বাদ পড়তে হয়েছিল। তবে লাল বলের ক্রিকেটে তিনি ছিলেন অসাধারণ। তার এই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো ২০২৪ সালের বর্ষসেরা টেস্ট ইনিংসের জন্য লিটনের একটি সেঞ্চুরিকে সংক্ষিপ্ত তালিকায় অন্তর্ভুক্ত করেছে।
এই তালিকায় লিটনের পাশাপাশি রয়েছেন ইংল্যান্ডের ওলি পোপ, ভারতের ইয়াশস্বী জয়সওয়াল, অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড এবং ইংল্যান্ডের হ্যারি ব্রুক।
গত বছর রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ও সিরিজে নিজেদের প্রথম জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে ২৬ রানে ৬ উইকেট হারানোর পর লিটন দাস ১৩৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। ২২৮ বলের ইনিংসে তিনি মেহেদি হাসান মিরাজের সঙ্গে ১৬৫ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যাচটি ৬ উইকেটে জিতে নেয়।
লিটনের এই ইনিংস প্রতিদ্বন্দ্বিতা করছে পোপের ভারতের বিপক্ষে ১৯৬ রানের ইনিংস, জয়সওয়ালের ইংল্যান্ডের বিপক্ষে ২০৯ রানের ইনিংস, ব্রুকের পাকিস্তানের বিপক্ষে ৩১৭ রানের ইনিংস এবং হেডের ভারতের বিপক্ষে ১৩০ রানের ইনিংসের সঙ্গে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে