১৫ বছর পর রিয়াল মাদ্রিদকে হারাল লিভারপুল
পেনাল্টি মিস করে ১৫ বছর পর লিভারপুলের কাছে হারের স্বাদ নিতে হলো স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে। চ্যাম্পিয়নস লিগের ম্যাচে লিভারপুলের কাছে ২-০ গোলে হারে তারা।
এর আগে ২০০৯ সালে রিয়ালের বিপক্ষে সর্বশেষ জয় পেয়েছিল লিভারপুল। এরপর নবমবারের চেষ্টায় প্রথমবার সফলতার মুখ দেখে তারা।
চোটের কারণে অ্যানফিল্ডে অনুষ্ঠিত এই ম্যাচে খেলতে পারেননি রিয়াল মাদ্রিদের সেরা তারকা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র। তাদের রক্ষণভাগের অবস্থাও খুব একটা ভালো ছিল না। এর পরও থিবো কোর্তোয়ার দুর্দান্ত দক্ষতার কারণে প্রথমার্ধে বেশ কয়েকবার সুযোগ পেয়েও এগোতে পারেনি লিভারপুল।
তবে বিরতির পর ৫২তম মিনিটে ব্র্যাডলির সঙ্গে ওয়ান-টুর করে সামনে এগিয়ে যান আলেক্সিস মাক আলিস্তার। এই আর্জেন্টাইন মিডফিল্ডারের গোলে এগিয়ে যায় লিভারপুল।
৮ মিনিট বাদে ম্যাচে ফেরার সুযোগ পেয়েও হাতছাড়া করে রিয়াল মাদ্রিদ। বক্সের ভেতরে থাকা লুকাস ভাসকেজকে মাটিতে ফেলে দেন লিভারপুল ডিফেন্ডার অ্যান্ডি রবার্টসন। এতে পেনাল্টি পায় রিয়াল; কিন্তু স্পটকিক থেকে কিলিয়ান এমবাপ্পের নেয়া শট ঠেকিয়ে দেন লিভারপুলের গোলরক্ষক কাউয়িমিন কেলেহার।
এরপর ৭০তম মিনিটে পেনাল্টি পায় লিভারপুলও। এবার নিজেদের বক্সে মোহামেদ সালাহকে ফেলে দেন ফারলা মেন্দি। এরপর যথারীতি সালাহ নিজেই পেনাল্টি নিতে আসেন; কিন্তু তার শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়। অবশ্য ৬ মিনিাট পর রবার্টসনের ক্রস থেকে হেডে ব্যবধান দ্বিগুণ করেন কোডি গাকপো।
এরপর দুপক্ষের কেউই জালে বল জড়াতে না পারলেও ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে অলরেডসরা।
এই জয়ে চ্যাম্পিয়নস লিগে শীর্ষস্থান মজবুত করল লিভারপুল। তাদের রয়েছে পাঁচ ম্যাচে পাঁচ জয়। অন্যদিকে ৫ ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ২৪ নম্বরে আছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে