প্রিমিয়ার লিগ
একই রাতে পয়েন্ট হারাল লিভারপুল-ম্যানচেস্টার সিটি
চলতি মৌসুমে নটিংহ্যামের বিপক্ষে একমাত্র পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল লিভারপুলকে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে পুনরায় মুখোমুখি হয়েছিল এই দুই দল। তবে এবারও জয় ছিনিয়ে আনতে পারেনি অলরেডরা।
ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় নটিংহ্যাম। এলেঙ্গার পাস থেকে দুর্দান্ত শটে গোল করেন ক্রিস উড। এই মৌসুমে অসাধারণ ফর্মে থাকা এই কিউই ফরোয়ার্ড লিভারপুল রক্ষণকে চাপে রাখেন। সমতায় ফিরতে লিভারপুল একের পর এক আক্রমণ চালালেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি তারা।
দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে কর্নার থেকে জোতার দুর্দান্ত হেডে গোল পায় লিভারপুল। এরপর দুই দলই জয়ের জন্য আক্রমণ চালালেও কোনো দল গোল করতে পারেনি। ফলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দলই। এই নিয়ে টানা দুই ম্যাচে পয়েন্ট হারাল লিভারপুল।
২০ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে লিভারপুল। নটিংহ্যাম ২১ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে।
অন্যদিকে একই রাতে গতিময় ফুটবল আর আক্রমণ-পাল্টা আক্রমণে জমজমাট একটি ম্যাচ উপহার দেয় ব্রেন্টফোর্ড ও ম্যানচেস্টার সিটি।
দুই দলই গোলশূন্য থেকে বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধে জমে উঠে লড়াই। ম্যাচের ৬৬ মিনিটে ডি ব্রুইনের দুর্দান্ত ক্রস থেকে ফিল ফোডেন গোল করে ম্যানচেস্টার সিটিকে এগিয়ে দেন। এরপর ৭৮ মিনিটে আবারও গোল করেন ফোডেন। এবার সাভিনিয়োর শট ব্রেন্টফোর্ডের গোলকিপার ঠেকিয়ে দিলেও সেই বল গিয়ে পড়ে ফোডেনের পায়ে। বল পেয়েই জোড়াল শটে দলকে দুই গোলে লিড এনে দেন তিনি।
ম্যানচেস্টার সিটি দুই গোলে এগিয়ে যাওয়ার পর মনে হচ্ছিল ম্যাচটি সহজেই জিতবে তারা। তবে ৮২তম মিনিটে ম্যাডস রোয়ার্সলেভের ক্রস থেকে ইয়োনে উইসার টোকায় এক গোল শোধ করে ব্রেন্টফোর্ড। এরপর অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে ক্রিশ্চিয়ান নরগার্ডের হেড প্রতিপক্ষকে হতাশায় ডুবিয়ে সমতায় ফেরায় ব্রেন্টফোর্ডকে।
এই ড্রয়ে পয়েন্ট হারাল ম্যানচেস্টার সিটি। ২১ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৩৫ পয়েন্ট, অবস্থান ষষ্ঠ। আর ব্রেন্টফোর্ডের পয়েন্ট ২৮, তারা আছে দশম স্থানে।
এ ছাড়াও রাতের আরেক ম্যাচে বোর্নেমাউথের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে চেলসি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে